এবার আপৎকালীন ব্যবহারের জন্য কিশোর-কিশোরীদের ভ্যাকসিনে অনুমতি দিল কেন্দ্র । সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ১২ থেকে ১৮ বয়সীদের জন্য কোভ্যাক্সিনে ডিসিজিআইয়ের অনুমোদন আপৎকালীন ব্যবহারে ভারত বায়োটেকের টিকায় ডিসিজিআইয়ের (DCGI) ছাড়পত্র পাচ্ছে। ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য এর আগে জাইডাস-ক্যাডিলা সংস্থার তৈরি জাইকোভ-ডি (ZyCoV-D) টিকা ছাড়পত্র পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি।
আরো পড়ুন- ফের কার্যকর হতে পারে কৃষি আইন! ইঙ্গিত মোদির মন্ত্রীর
Bharat Biotech receives approval from DCGI for emergency use of its vaccine for children aged between 12-18 years: Offical Sources pic.twitter.com/WzRuUzqnUT
— ANI (@ANI) December 25, 2021
কোথাও ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন, কোথাও আবার সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলেছে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ। কিন্তু বাদ পড়েছে শিশুরা। তবে, যাদের বয়স ১২ বছরের বেশি, তাদের শরীরে জাইকভ ডি (ZyCoV-D) টিকার ব্যবহারে জরুরিভিত্তিতে অবশ্য ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলা-র দাবি, এই টিকা বিশ্বের প্রথম প্লাসমিড ডিএনএ টিকা এবং শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। এমনকী, টিকা দেওয়ার জন্য শরীরে সূচও ফোটাতে হবে না! সেই তালিকায় এবার যুক্ত হল আরও একটি টিকা।
কিছুদিন আগেই ২ থেকে ১৮ বছর বয়সীদের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য দাখিল করে ভারত বায়োটেক। যদিও জল্পনা উড়িয়ে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আগামী ৩ জানুয়ারী থেকে দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হবে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এদিন জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারী থেকে দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হবে। আর ১০ জানুয়ারি থেকে করোনার (Corona) বুস্টার (Booster) তথা প্রিকশনারি ডোজ (Precautionary Dose) পেতে চলেছেন দেশের স্বাস্থ্যকর্মী (Health Workers) ও ফ্রন্ট লাইন ওয়ার্কার্সরা (Front Line Workers)। যে ডোজ পাবেন কো-মর্বিডিটি (Co-Morbidity) ষাটোর্ধ্ব ব্যক্তিরাও।
কিশোর-কিশোরীদের ভ্যাকসিনেশন শুরু ও স্বাস্থ্যকর্মী-ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের বুস্টার ডোজ দেওয়ার স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যের মাঝে জানান, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন শুরু করার পর থেকে প্রায় ১৪১ কোটি দেশবাসীকে এখনও পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের ৬১ শতাংশ বয়স্ক মানুষই করোনা ভ্যাকসিনের জোড়া ডোজই পেয়ে গিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। আর ৯০ শতাংশ ইতিমধ্যে অন্তত করোনা টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভারতেও বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন নিয়ে অযথা ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকবেন। এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে দেশে। সবাইকে কোভিড বিধি মানতে হবে। ৬১ শতাংশের বেশি ভারতবাসী ভ্যাকসিনের ডাবল ডোজ পেয়েছেন। ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী প্রথম ডোজ পেয়েছেন। দেশে খুব দ্রুত ন্যাজাল ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন আসবে। গত ১১ মাস ধরে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। করোনা কিন্তু এখনও যায়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?
‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!
Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid
Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June
Former Pakistani Prime Minister Imran Khan Nominated for the Nobel Peace Prize
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো