ঘূর্ণিঝড় জাওয়াদে রাতভর বৃষ্টি, জলমগ্ন শহরের একাধিক এলাকা, -তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস - Bangla Hunt

ঘূর্ণিঝড় জাওয়াদে রাতভর বৃষ্টি, জলমগ্ন শহরের একাধিক এলাকা, –তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস

By Bangla Hunt Desk - December 06, 2021

ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে রাতভর বৃষ্টি, জলমগ্ন শহরের একাধিক এলাকা। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাংলাদেশ লাগোয়া তিন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। এছাড়া আরও চার জেলায় রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad) শক্তি ক্ষয় করে এগিয়ে যাবে উত্তর-উত্তরপূর্ব দিকে। সুস্পষ্ট নিম্নচাপ রূপে বাংলার উপকূলে নিম্নচাপের প্রভাব দেখা যাবে। বাংলা ও বাংলাদেশ উপকূলে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এই নিম্নচাপ। এরপর তা ক্রমশ বাংলাদেশের দিকে এগিয়ে যাবে নিম্নচাপ রূপে।
বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে যেমন উত্তর ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৬৭ মিলিমিটার। আর তাতেই জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। অল্প বৃষ্টিতেই ডুবে যাওয়া ঠনঠনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকা। জল জমেছে গার্ডেনরিচ, পার্কসার্কাস, মানিকতলা, তপসিয়া এলাকায়।

কলকাতা পুরসভার তরফে সমস্ত লকগেট খুলে দেওয়া হয়েছে। একাধিক পাম্প চলছে, ভারী বৃষ্টি হয়েছে সারারাত তাই জল জমেছে বেহালাতেও। তবে পুরসভার পাম্পের জন্য হু হু করে জল নামছে রাস্তার। গত রবিবারই কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম আশ্বস্ত করেছিলেন, ‘চিন্তার কারণ নেই, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড় আসছে না। তবে বৃষ্টি হবে, এখন কতটা হবে সেটা অনুযায়ী পরিস্থিতির বিচার হবে। তবে পাম্প প্রচুর রয়েছে অসুবিধা হবে না। ভারী বৃষ্টি হলে জল জমলেও ক্যানাল গুলো দিয়ে বেড়িয়ে যাবে।’

জমাজল দ্রুত নামাতে তৎপর পুরসভা। নিকাশি বিভাগের কর্মীদের অনেকেই রাস্তায় রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরোয়, তার চেষ্টা করছেন। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার এ রকমই থাকবে আবহাওয়া। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর