সোমবারই সংসদে পেশ ‘ব্যাঙ্ক বেসরকারিকরণ’ বিল! দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের - Bangla Hunt

সোমবারই সংসদে পেশ ‘ব্যাঙ্ক বেসরকারিকরণ’ বিল! দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের

By Bangla Hunt Desk - December 05, 2021

ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কৃষকরা। কৃষি আইনের পর এবার ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ জানাবেন তাঁরা। সংসদে ব্যাঙ্ক আইন সংশোধনী বিল পাশ হলেই দেশজুড়ে কৃষক বিক্ষোভের ধাঁচে শুরু হবে আন্দোলন, এমনটাই জানিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তাঁর বক্তব্য, এবার বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন প্রয়োজন। রবিবার এক টুইটে রাকেশ টিকায়েত জানিয়েছেন, ৬ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণ করার বিল পেশ হবে সংসদে। এই বেসরকারিকরণের বিরুদ্ধেও কৃষি আইনের মতো দেশজুড়ে আন্দোলনের প্রয়োজন। বস্তুত সংসদের শীতকালীন অধিবেশনে ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২১ পেশ হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, আইনটি পাশ হয়ে গেলেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হয়ে যাবে। এবার তারই প্রতিবাদের হুমকি দিলেন রাকেশ।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির শুরুতে সংসদে পেশ করা সাধারণ বাজেটে দেশের কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেসরকারিকরণের জন‌্য প্রাথমিকভাবে চারটি মাঝারি মাপের ব্যাঙ্ক-কে বেছে নেয় মোদী সরকার। যে চারটি ব্যাঙ্ককে বেসরকারিকরণের জন‌্য প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল, সেগুলি হল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সূত্র অনুযায়ী, এর মধ্যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধিকাংশ শেয়ার বিক্রি করবে সরকার। সোমবার যদি সংসদে বিলটি পাশ হয়ে যায়, তাহলেই এই দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

উল্লেখ্য, কেন্দ্রের এই বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক কর্মী সংগঠন। অবিলম্বে বেসরকারিকণের প্রক্রিয়া বন্ধ না করলে আগামী ১৬ এবং ১৭ই ডিসেম্বর একযোগে ধর্মঘট পালন করবে ব্যাঙ্ক কর্মীদের ৯টি সর্বভারতীয় সংগঠন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস নামের একটি যৌথ সংগঠন এই সিদ্ধান্ত জানিয়েছে। এমতাবস্থায় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাকেশ টিকায়েত। ফলত চাপ বাড়বে মোদী সরকারের উপর, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর