ধেয়ে আসছে ঘুর্নিঝড় ‘জাওয়াদ’, প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যে - Bangla Hunt

ধেয়ে আসছে ঘুর্নিঝড় ‘জাওয়াদ’, প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

By Bangla Hunt Desk - December 03, 2021

দীঘা উপকূলে চোখ রাঙাচ্ছে ঘুর্নিঝড় ‘জাওয়াদ’। আজ রাতেই গভীর নিম্নচাপে (Depression) পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, জানাল হাওয়া অফিস। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, গতকালের নিম্নচাপ আজ আরও ঘনীভূত হয়েছে। এটি প্রথমেই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আরও একটু ঘনীভূত গভীর নিম্নচাপে পরিণত হবে।

থাইল্যান্ডে তৈরি হওয়া জাওয়াদ ইতিমধ্যেয়ি মায়ানমার সাগর পর্যন্ত পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লীর মৌসম ভবন জানিয়েছে আজ দুপুরের পরে এই ঝড়ের ল্যান্ডফলের সময়, স্থান এবং ল্যান্ডফলের সময়ে এর গতিবেগ সম্পর্কে ধারণা করা যাবে।

যদিও সরাসরি দিঘা বা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে না ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তবে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় তার যথেষ্ট প্রভাব পড়বে বলে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যে রবিবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়ায় থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদা জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যে জোর তৎপরতা শুরু করেছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে খবর, শনিবারই বাংলা লাগোয়া ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আর তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে দিঘা সহ পূর্ব মেদিনীপুরে। তাই ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। আগামী শনি, রবি ও সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে। দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর সহ সমুদ্রতটগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি চলবে। পাশাপাশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলিকেও সচল করা হয়েছে। জাওয়াদ মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলা করতে সবরকম প্রস্তুতি আমরা নিয়েছি। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে অভিমুখ আছে, সেই অনুসারে ঘূর্ণিঝড়টি শনিবার ভুবনেশ্বরে আছড়ে পড়বে। তবে তার যথেষ্ট প্রভাব পড়বে দিঘা ও সংলগ্ন অঞ্চলে। তাই শনি, রবি ও সোমবার সমুদ্র উত্তাল থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এই তিনদিন পর্যটকেরা যাতে সমুদ্রস্নানে না যায় সে ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী সমুদ্রে ট্রলার নিয়ে গিয়েছিলেন, তাঁদেরও আজ সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে চাষের বড় ক্ষতি হতে পারে। বিশেষত, রবিশস্যের। তাই গত তিনদিন ধরে পাকা ধান কেটে নেওয়া, ফসল তুলে নেওয়ার ব্যাপারে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। সাইক্লোন সেন্টারগুলিও তৈরি রাখা হয়েছে।’

উল্লেখ্য, দক্ষিণ থাইল্যান্ডে উৎপত্তি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ক্রমশ অন্ধ্র-ওড়িশা উপকূলবর্তী বঙ্গোপসাগরে সরে এসেছে। শনিবারই এটি ভুবনেশ্বরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ‘জাওয়াদ’-এর প্রভাবে শুক্রবার থেকেই বঙ্গোপসাগর উপকূলবর্তী দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রবি ও সোমবার মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পার্শ্ববর্তী কলকাতা, হুগলি ও নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর