Kolkata Municipality Election: ইভিএমে হবে পুরভোট, সন্ধ্যের পর নয় বড় মিটিং-মিছিল; কমিশন - Bangla Hunt

Kolkata Municipality Election: ইভিএমে হবে পুরভোট, সন্ধ্যের পর নয় বড় মিটিং-মিছিল; কমিশন

By Bangla Hunt Desk - November 25, 2021

কলকাতাঃ অবশেষে জল্পনার অবসান হল। কলকাতা পুরসভার ভোট (Kolkata Municipal Corporation Election) হবে ১৯ ডিসেম্বরই (19 December)। আজ রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। আর আজ থেকেই আদর্শ আচরণবিধি লাগু করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (State Election Commissioner) সৌরভ দাস।

এক নজরে কী বলল কমিশন:

• কলকাতার মোট ১৪৪টি পুরভোট

• মোট বুথ ৪৭৪২টি

• মোট ভোটার ৪০৪৮৩৫২ জন ভোটার

• আজ থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে

• মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর

• মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৪ ডিসেম্বর

• মনোনয়ন পত্র স্ক্রুটিনি ২ ডিসেম্বর

• মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দুজন থাকতে পারবেন

• কোভিড বিধি মেনে প্রচার করতে হবে

• প্রচারের জন্য সন্ধে ৭টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কোনও বড় মিটিং-মিছিল করা যাবে না

• বাড়ি বাড়ি প্রচারে থাকতে পারবেন সর্বোচ্চ ৫ জন

• ভোটগ্রহণের সময় সকাল ৭টা থেকে সন্ধে ৬টা

• পুনর্নির্বাচন হলে তা হবে ২০ ডিসেম্বর

• ভোটগনণা খুব সম্ভবত ২১ ডিসেম্বর

তবে ফলপ্রকাশ কবে হবে তা নিয়ে নিশ্চিতভাবে ঘোষণা করা হবে আগামীকাল।

নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম (Election Grievance Management System) বা ইজিএমএস চালু করা হয়েছে। ভোট নিয়ে কোনওরকম কোনও অভিযোগ থাকলে এবার থেকে নাগরিকরা ওয়েবসাইটেই তা জানাতে পারবেন। আজ সাংবাদিক বৈঠকে এই ওয়েবসাইট লঞ্চ করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourav Das)।

পাশাপাশি নির্বাচন কমিশনার (State Election Commissioner) সৌরভ দাস জানিয়েছেন, ভোটে কত পুলিশ মোতায়েন করতে হবে, তা জানাতে বলেছি ডিজি-সিপি-কে। সম্ভবত কলকাতা পুরভোটের গণনা ২১ ডিসেম্বর। হাওড়ায় ভোট নিয়ে এখনও কমিশনকে কিছু জানায়নি রাজ্য।” পাশাপাশি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে না সেই বিষয়ও পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও প্রচার ও ভোটের সময় করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর