Modi নয়, বাংলায় করোনা টিকার শংসাপত্রে থাকবে মমতার ছবি - Bangla Hunt

Modi নয়, বাংলায় করোনা টিকার শংসাপত্রে থাকবে মমতার ছবি

By Bangla Hunt Desk - June 04, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনা টিকা (Covid Vaccine) নেওয়ার পর বয়স নাম দিয়ে মিলছে শংসাপত্র। আর সেই শংসাপত্রে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি। তবে এবার বাংলায় করোনা টিকাকরণের শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি।

আরো পড়ুন- ১৬ জুন থেকে বিধিনিষেধে ছাড় রাজ্যের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যাঁদের দ্বিতীয় পর্যায়ের টিকা দেওয়া হচ্ছে, তাঁদেরই সেই শংসাপত্র দেওয়া হবে। অর্থাৎ যে টিকাগ্রহীতাদর বয়স ১৮-৪৪, তাঁদের শংসাপত্র মুখ্যমন্ত্রীর ছবি ও বার্তা থাকবে।

স্বাস্থ্যকর্তারা জানান, টিকা নেওয়ার পরে কো-উইন পোর্টাল থেকে যেমন সঙ্গে সঙ্গে শংসাপত্র পাওয়া যায়, তেমনই রাজ্যের স্বাস্থ্য দফতর টিকা গ্রহীতাকে একটি এসএমএস পাঠাবে। সেখানে থাকা লিঙ্ক থেকে রাজ্যের শংসাপত্র মিলবে। তবে দু’টি শংসাপত্রের মধ্যে কিছুটা ফারাক আছে। কেন্দ্রের শংসাপত্রে উপভোক্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের একটি ‘ইউনিক’ নম্বর দেওয়া থাকে। রাজ্যের শংসাপত্রে তা নেই। কেন্দ্রের শংসাপত্রে দ্বিতীয় ডোজ়ের তারিখের উল্লেখ থাকলেও রাজ্যের শংসাপত্রে তা রাখা হয়নি। কেন্দ্রের শংসাপত্রের মোদীর ছবি রয়েছে বাঁ দিকে। রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে ডান দিকে। প্রধানমন্ত্রীর বার্তা, ‘দাওয়াই ভি অর কড়াই ভি।’ মুখ্যমন্ত্রীর বার্তা, ‘সজাগ থাকুন, নিরাপদে থাকুন।’

স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানান, “চূড়ান্ত প্রতিকূলতার মধ্যেও মুখ্যমন্ত্রী সকলকে টিকা দেওয়ার উপরে জোর দিয়েছেন। রাজ্যের সেই পদক্ষেপ তো প্রশংসনীয়। কেন্দ্রের সঙ্গে এ ব্যাপারে রাজ্যের কোনও রেষারেষি নেই।” অনেক স্বাস্থ্যকর্তা মনে করছেন, বিপুল অর্থ খরচ করে টিকা কিনে তা যে ঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে, রাজ্যের শংসাপত্রকে সেটা যাচাইয়ের একটা মাধ্যম হিসেবেও ধরা যেতে পারে। “এই পদ্ধতি অনেকটা ব্যালান্স শিটের মতো। প্রতিষেধক কেনার সংখ্যা এবং শংসাপত্রের সংখ্যা মেলালেই তা স্পষ্ট হয়ে যাবে,”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর