Yaas Cyclone; দিঘায় এমন তীব্র জলোচ্ছ্বাস গত ৫০ বছরেও দেখিনি, জানাচ্ছে দিঘাবাসী - Bangla Hunt

Yaas Cyclone; দিঘায় এমন তীব্র জলোচ্ছ্বাস গত ৫০ বছরেও দেখিনি, জানাচ্ছে দিঘাবাসী

By Bangla Hunt Desk - May 26, 2021

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর আমফানের স্মৃতি ছিল বেশ ভয়ঙ্কর। আর সেই কারণেই এবার শুরু থেকেই রীতিমত সতর্ক রাজ্য। আজ সকাল সাড়ে নটা নাগাদ শুরু হয় ইয়াসের ল্যান্ডফল। হাওয়া অফিসের খবর অনুযায়ী, এগারোটার সময় যে ল্যান্ডফল সম্পন্ন হয় তার গতি ছিল প্রায় ১৫৫ কিলোমিটার/ঘন্টা। ওড়িশার বালাসোরের দক্ষিনে আজ ল্যান্ডফল হয় ইয়াসের (Yaas Cyclone) ।

আরো পড়ুন- চলতি বছরেই ভারতের আসছে ফাইজারের ৫ কোটি সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিন

ইয়াসের ল্যান্ডফল হওয়ার পরেই তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। ব্লাড মুনের কারণে এই জলোচ্ছ্বাসের পরিমাণ ছিল আরো বেশি। ইতিমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দিঘা, মন্দারমণি, চাঁদিপুর, জুনপুট, বাঁকিপুট সহ বিস্তীর্ণ এলাকা। গাছ ভেঙে পড়েছে পুলিশ কিয়স্কের উপরেও। প্রভাব পড়েছে নদীতেও। জলে ভেসে গিয়েছে একাধিক গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, প্রায় তিন ঘন্টা তাণ্ডব চালাবে এই ঝড়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। কারণ এখানে হাওয়ার গতিবেগ হতে পারে প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার অবধি।

দিঘার সমুদ্রের এমন ভয়াল জলচ্ছ্বাসে গত ৫০ বছরেও দেখা যায়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। প্রবল জলোচ্ছ্বাসে বোল্ডার টপকে রাস্তায় চলে আসছে ঢেউ। তীব্র গতিতে বইছে ঝোড়ো হাওয়া। সঙ্গে অবিরাম বৃষ্টি। সকাল সাড়ে ৭টা নাগাদ গার্ডওয়াল টপকে দিঘা শহরে জল ঢুকতে শুরু করে। কার্যত জলের তলায় আশপাশের দোকানগুলো ভেসে যায়। ডুবে যায় রাস্তার উপর দাঁড় করানো মোটরবাইক, গাড়ি।

আগেই দিঘা ও আশপাশের এলাকা থেকে বাসিন্দা ও স্থানীয় হোটেল থেকে সমস্ত কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। ঝোড়ো হাওয়ার দাপটে রামনগর ২ নম্বর ব্লকের সতিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১৬-বি জাতীয় সড়কে গাছ উপড়ে বিপত্তি। দ্রুত এলাকায় পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে NDRF। সমুদ্র তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করতে কোমরবেঁধে নাবে প্রশাসন। সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ। সিভিল ডিফেন্সের কর্মীরা সাধারণ মানুষকে উদ্ধারের জন্য নেমেছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর