Yaas Cyclone: ইয়াস প্রস্তুতি নিয়ে মমতা সরকারের ভুয়সী প্রশংসা করলেন রাজ্যপাল ধনখড় - Bangla Hunt

Yaas Cyclone: ইয়াস প্রস্তুতি নিয়ে মমতা সরকারের ভুয়সী প্রশংসা করলেন রাজ্যপাল ধনখড়

By Bangla Hunt Desk - May 26, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ঘূর্ণিঝড় ইয়াস (Yaas Cyclone)এর প্রস্তুতি নিয়ে মমতার সরকারের (Mamata Banerjee) ভূমিকার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

আরো পড়ুন- সরকারি সাহায্য প্রাপ্ত ক্লাব সদস্যদের টিকাকরন শুরু করল জেলা স্বাস্থ্য দফতর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আজ রাতেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই এদিন নবান্নে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে নবান্নের কন্ট্রোল ঘুরে দেখেন রাজ্যপাল। সেখানে দশ মিনিট ছিলেন। এরপর নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে প্রায় চল্লিশ মিনিট বৈঠক করেন জগদীপ ধনখড়। সবমিলিয়ে প্রায় ঘণ্টাখানেক নবান্নে ছিলেন রাজ্যপাল।

প্রায় সন্ধে ৬ টা নাগাদ নবান্নে পৌঁছন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। এরপর রাজ্যপালকে নিয়ে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। সেখানে মুখ্যসচিবের কাছ থেকে ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ খবরাখবর এবং রাজ্যের প্রস্তুতি জেনে নেন রাজ্যপাল। এরপরই নবান্নের ১৪ তলায় নিজের ঘরে রাজ্যপালকে নিয়ে যান মমতা। দীর্ঘক্ষণ বৈঠক হয় দু’‌জনের। তারপর নবান্ন থেকে বেরিয়ে যান রাজ্যপাল। তবে দু’‌জনের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে দু’‌পক্ষই নীরব। নবান্নে যাওয়ার আগে এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসেও গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে গিয়েও ঘূর্ণিঝড় ইয়াস এর মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন তিনি।

রাজ্যপাল বলেন, “আমফানের মতো পরিস্থিতি তৈরি হোক কেউ আমরা চাই না। তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় যেভাবে কেন্দ্র-রাজ্য একসঙ্গে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। সব কাজেই এভাবে সমন্বয় রাখা প্রয়োজন।”

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় ইয়াসের দাপট সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর জেলায়। আছড়ে পড়ার সময় পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হবে ঘণ্টায় ৯০-১০০ কিমি। কলকাতা, হাওড়া, হুগলিতে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিমি। তবে, আমফানের মতো প্রভাব এই রাজ্যে পড়বে না বলেই মনে করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর