'ইয়াস' মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করলেন মোদি - Bangla Hunt

‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করলেন মোদি

By Bangla Hunt Desk - May 23, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ক্রমেই শক্তি বাড়াচ্ছে ইয়াস৷ পরিণত হচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে৷ ২৬ মে বাংলা ও ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে ইয়াস৷ ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালিন তৎপরতায। এবার প্রস্তুতি খতিয়ে দেখতে ভার্চুয়ালি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ), টেলিকম, বিদ্যুৎ, অসামরিক বিমান পরিবহণ এবং ভূবিজ্ঞান মন্ত্রকের শীর্ষ স্তরের আধিকারিকরা হাজির ছিলেন। কী ভাবে ইয়াস-এর মোকাবিলা করতে হবে, এই বিপর্যয় মোকাবিলার জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা সবিস্তারে পর্যালোচনা করা হয়।

আরো পড়ুন- ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা, নেতৃত্বে গৃহবন্দী ফিরহাদ হাকিম

ইয়াসের আগে কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই সব বিষয়ে আলোচনা হবে আজকের বৈঠকে৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ২৫ মে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৬ মে সন্ধ্যায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস৷ স্থলভাগে প্রবেশ করার সময় ঝড়ের গতিবেগ থাকবে প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি৷ ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪৩টি দলকে মোতায়েন করা হয়েছে। আজ নতুন করে ১৩টি দলকে এয়ারলিফট করা হয়েছে।

এদিন বৈঠকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ এয়ার লিফট করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের নিয়ে আসা হচ্ছে বাংলা ও ওড়িশার উপকূলে৷ করোনা পরিস্থিতিতে কীভাবে উদ্ধারকাজ চালানো হবে, তা নিয়ে চলছে মহড়া৷ জলপথে উদ্ধারকাজে গতি আনতে রাখা হচ্ছে বিশেষ নৌকার ব্যবস্থা৷

তবে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তা এখনই নির্দিষ্ট করে বলতে পারেনি আলিপুর আবহওয়া দফতর৷ অবশ্য ঘূর্ণিঝড়ের আগাম সর্তকতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৬ তারিখ রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে৷ হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, কাকদ্বীপ, সাগর, দিঘা, রামনগর, কাঁথি, ডায়মন্ড হারবার, কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের৷

রবিবারই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ওড়িশা এবং বাংলাদেশেও। গত ১৭ মে ঘূর্ণিঝড় টাউটে-র তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গুজরাত এবং মহারাষ্ট্র। বঙ্গোপসাগরে সৃষ্ট ইয়াস-এর চোখরাঙানিতে তাই আগেভাগেই বিপর্যয় মোকাবিলার পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর