দেশে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে করোনা, নিষিদ্ধ হতে পারে দোল - Bangla Hunt

দেশে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে করোনা, নিষিদ্ধ হতে পারে দোল

By Bangla Hunt Desk - March 25, 2021

বাংলা হান্ট ডেস্ক; করোনা ভাইরাসের বেনজির তাণ্ডবে ত্রস্ত গোটা দেশ। ভারতের ১৮ টি রাজ্যে মিলল করোনা ভাইরাসের ডবল মিউট্যান্ট প্রজাতির। সংক্রমণ বৃদ্ধির পিছনে এই নয়া ভ্যারিয়েন্টকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ পাঁচ মাস বাদে আবারও একদিনে দৈনিক সংক্রমণ ৫৩০০০ এর গণ্ডি ছাড়িয়েছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুর সংখ্যাও দুঃশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আড়াইশোর বেশি মানুষ।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৫৩,৪৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছর ২৩ অক্টোবরের পর থেকে একদিনে এত বেশি সংক্রমণের ঘটনা হয়নি। নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নয়া প্রজাতির E484Q ও L452R-র প্রভাবেই নতুন করে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ।

গত বছরের ২৩ অক্টোবর শেষ বার দেশে একদিনে করোনায় সংক্রমিত হয়েছিলেন ৫৪,৩৫০ জন। তার পরে এই প্রথম এত সংখ্যক মানুষ একদিনে আক্রান্ত হলেন। দেশে এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ১,১৭,৮৭,৫৩৪ জন। দৈনিক সংক্রমণ বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ২৫১ জন। এ নিয়ে এদিন সকাল পর্যন্ত দেশে করোনার বলি হলেন ১,৬০,৬৯২ জন।”

ন্যাশানাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান ডঃ সুজিত কুমারের বুধবার সরকারি তথ্য পেশ করেন। সেখানে তিনি জানান, এখনও পর্যন্ত এই তথ্য যাচাই করে মহারাষ্ট্রে নতুন প্রজাতির সঙ্গে সংক্রমণ বৃদ্ধির কোনও সম্পর্ক পাওয়া যায়নি।

দেশের অন্যতম নামজাদা ভ্যাকসিনোলজিস্ট ডঃ গগনদ্বীপ কাঙের কথায়, ‘মহারাষ্ট্রের মতো রাজ্যে যদি ২০% নমুনাই নতুন ভেরিয়েন্টের হয়, সেক্ষেত্রে কোভিড সংক্রমণ হঠাত্ বৃদ্ধির সঙ্গে কোনও না কোনও সম্পর্ক থাকাটাই স্বাভাবিক।

বিদেশফেরতদের হাত ধরে করোনার বিদেশি মিউটেশন প্রবেশ করেছে দেশে। ইতিমধ্যেই মিলেছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলিয়ান লিনিয়েজের করোনা ভাইরাস। তবে, সময়ের সঙ্গে যে কোনও ভাইরাসের মিউটেশন যে খুবই স্বাভাবিক ঘটনা, তা মনে করিয়ে দিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভিকে পল। তাঁর কথায়, ‘এগুলি নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। বরং সংক্রমণ ছড়ানোটা যাতে সম্পূর্ণ বন্ধ করা যায় সেই চেষ্টাই করা উচিত।

অন্যদিকে, বুধবারই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের ১৮ রাজ্যে করোনার নয়া প্রজাতি শনাক্ত হয়েছে। আর তার ফলেই দৈনিক সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়েছে। দৈনিক সংক্রমণ-মৃত্যুর হার যেমন ঊর্ধ্বমুখী, তেমনই নিম্নমুখী সুস্থতার হার। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ২৬,৪৯০ জন। এ নিয়ে দেশে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১,১২,৩১,৬৫০ জন। এদিন সকাল আটটা পর্যন্ত দেশজুড়ে সক্রিয় করোনা রুগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৫,১৯২ জন।

আপাতত এই নয়া প্রজাতির বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সামনেই দোল, হোলি, ইদ। পরিস্থিতি বেগতিক হলে প্রয়োজনে সেক্ষেত্রে সামাজিক দূরত্ববিধি লাগু হতে পারে উৎসব। হরিয়ানায় ইতিমধ্যেই হোলিতে রঙ খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে বয়স্ক ও কোমর্বিডিটি-যুক্তদের হোলিতে সামাজিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর