Aero India 2021: বেঙ্গালুরুতে শুরু হল এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা শো - Bangla Hunt

Aero India 2021: বেঙ্গালুরুতে শুরু হল এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা শো

By Bangla Hunt Desk - February 03, 2021

কোভিড পরিস্থিতির মধ্যেই ভারতে আয়োজিত হচ্ছে এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা শো এরো ইন্ডিয়া-২০২১ (Aero India 2021)। আজ থেকে বেঙ্গালুরুতে এই শো শুরু হয়েছে। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বেঙ্গালুরুতে ইয়েলাহানকা এয়ারফোর্স স্টেশনে এই ওয়ার শো চলছে। এটি ভারতের প্রথম হাইব্রিড শো। অর্থাৎ, শারীরিক এবং ভার্চুয়ালি দুই ভাবেই শোতে অংশ নেওয়া যাবে।

বিশ্বের মোট ১৪টি দেশ এবার রো ইন্ডিয়ায় অংশ নিচ্ছে। অংশ নিচ্ছে বিশ্বের মোট ৬০১টি সংস্থাও। সংস্থাগুলির মধ্যে ৫২৩টি ভারতীয় সংস্থা ও ৭৮টি বিদেশি সংস্থা। রাফাল প্রস্তুত কারক সংস্থা দাসোর পাশাপাশি লকহেড মার্টিন, এয়ারবাসের মতো সংস্থাও রয়েছে অ্যারো ইন্ডিয়া-শোতে। এই শোতে প্রথমবারের মত এবারে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বিশাল আকারের হেলিকপ্টার ও বিমান প্রদর্শন করছে।

অ্যারো ইন্ডিয়া ২০২১-কে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ভারতের প্রতিরক্ষা ও মহাকাশের ক্ষেত্রে সীমাহীন সম্ভাবনা রয়েছে। অ্যারো ইন্ডিয়া সেই সম্ভাবনাকে আরও বাড়াবে।

২০২১-এর এরো ইন্ডিয়া শোতে বিশেষ আর্কষন কি?

প্রথমটি, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএল) এবার বিশাল আকারে বিমান ও হেলিকপ্টার প্রদর্শন করবে। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব, লাইট কমব্যাট হেলিকপ্টার, লাইট ইউটিলিটি হেলিকপ্টারও প্রদর্শিত হবে। হ্যাল এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর কম্ব্যাট এয়ার টিমিং সিস্টেম সিমুলেটর।

দ্বিতীয় আকর্ষণ হল, আমেরিকা থেকে আসা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোমারু বিমান বি -১ বি ল্যান্সার। এই বিমানটি শো চলাকালীন উড়বে। এই দূরপাল্লার বোম্বারটি যে কোনও ধরণের গাইডেড এবং প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম। এই বিমানের নামে ৫০ টি বিশ্ব রেকর্ড রয়েছে।

তৃতীয় আকর্ষণ হল, আমেরিকান এয়ারফোর্স ব্যান্ড। এর নাম ইউএস এয়ার ফোর্স ব্যান্ড অফ প্যাসিফিক। আমেরিকান দূতাবাস এই অনুষ্ঠানটি সম্প্রচারের পরিকল্পনা করেছে।

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার দিকে বড় পদক্ষেপ ভারতের। বুধবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৮৩টি তেজস যুদ্ধবিমান কেনার জন্য HAL-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় সরকার। এদিন, প্রতিরক্ষামন্ত্রকের ডিরেক্টর জেনারেল ভি এল কান্থা রাও ৪৮ হাজার কোটি টাকার বিনিময়ে তেজস বিমান ক্রয় করার চুক্তিপত্রটি তুলে দিলেন হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের ( HAL) প্রধান আর মাধবনের হাতে। এরো ইন্ডিয়া-২০২১-এর শুরুতেই কেন্দ্রের এই পদক্ষেপ সাফ করে দিয়েছে যে বিদেশি অস্ত্রের নির্ভরতা কমিয়ে ফেলবে ভারত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর