বেসরকারি সংস্থার কাছে ফসল বেচে মধ্যপ্রদেশের বহু কৃষক প্রতারিত, কৃষি আইন নিয়ে অস্বস্তিতে বিজেপি - Bangla Hunt

বেসরকারি সংস্থার কাছে ফসল বেচে মধ্যপ্রদেশের বহু কৃষক প্রতারিত, কৃষি আইন নিয়ে অস্বস্তিতে বিজেপি

By Bangla Hunt Desk - December 31, 2020

বাংলা হাট ডেস্ক ; কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। সরকার সবরকম ভাবে চেষ্টা করেও দিল্লি-হরিয়ানা সীমান্তের কৃষক বিক্ষোভ এখনও মেটাতে পারেনি কেন্দ্র। এরই মধ্যে অস্বস্তি বাড়াল বিজেপির, মধ্যপ্রদেশে প্রায় শ’দেড়েক কৃষক প্রতারিত হলো বেসরকারি সংস্থার কাছে । এই কৃষকরা সরকারি মান্ডির বাইরে নিজেদের মতো বেসরকারি সংস্থার কাছে ফসল বিক্রি করেছিলেন। কিন্তু পরে দেখা যায় ওই সংস্থা ভুয়ো। এবং ফসলের দাম বাবদ যে চেক কৃষকরা পেয়েছিলেন, সেটিও অকেজো।

কয়েকদিন আগে মধ্যপ্রদেশ সরকার সরকারি মান্ডির বাইরে থেকে ফসল কেনার নিয়ম অনেকটা শিথিল করে। ফলে সে রাজ্যে মান্ডি থেকে লাইসেন্স পাওয়া ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কিনতে পারে। ফসলের দাম সংক্রান্ত চুক্তিও সরাসরি কৃষকদের সঙ্গেই করতে পারে তারা। এই নতুন পদ্ধতি কার্যত কেন্দ্রের প্রস্তাবিত কৃষি আইনের মতোই। মধ্যপ্রদেশ সরকারের এই নতুন নিয়ম অনুযায়ীই শেহর, হারদা এবং হোসাঙ্গাবাদের প্রায় শ’দেড়েক কৃষক একটি সংস্থার কাছে পৃথক চুক্তি করে ফসল বিক্রি করেন। ওই সংস্থার কাছে মান্ডির লাইসেন্সও ছিল। কিন্তু পরে দেখা যায়, যে সংস্থাটি ফসল কিনেছিল তাদের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ। শুধু তাই নয়, সরকারি মান্ডিতে তাঁদের নাম পর্যন্ত নথিভুক্ত নেই। আর সংস্থাটির তরফে যে চেক ফসলের দাম বাবদ দেওয়া হয়েছিল সেগুলিও বাউন্স করেছে। সব মিলিয়ে কৃষকরা প্রায় ৫-৬ কোটি টাকা প্রতারিত হয়েছেন। অস্বস্তি আরও বেড়েছে এই ঘটনাগুলি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কৃষিমন্ত্রী কমল প্যাটেলের নিজের জেলায় ঘটেছে। এই ঘটনায় 22 জন কৃষক ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারপর এই ঘটনা প্রকাশ্যে আসে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর