রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা; জেনে নিন তর্পনের সময় ও তাৎপর্য - Bangla Hunt

রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা; জেনে নিন তর্পনের সময় ও তাৎপর্য

By Bangla Hunt Desk - September 16, 2020

দেবীপক্ষের আগে কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। এই সময়ে প্রতিদিনই পূর্বপুরুষদের তর্পণ করা যায়। প্রত্যেকদিনই পিতৃকর্মের পৃথক ফলাফলের উল্লেখ রয়েছে। তবে যারা ওই প্রত্যেকদিন পিতৃকর্ম করেননা বা করতে পারেন না তারা পিতৃপক্ষের শেষ দিনে অর্থাৎ আমাবস্যায় পার্বণ শাধ্য করতে পারবেন। তর্পণ নাম গোত্র এবং মন্ত্র এই তিনের সমন্বয়ে জলাঞ্জলি অর্পণ করতে হয়। তিল এবং জল দিয়েই তর্পণ পূর্বপুরুষদের নামে করতে হয়।

শাস্ত্রমতে তর্পন করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন। স্নান করে শুদ্ধ হয় তর্পণ করতে হয়। জব মিশ্রিত জলে দেবদর্পণ এবং কালো তিল মিশ্রিত জলে পিতৃ তর্পণ করা হয়। পূর্বপুরুষদের তিলচন্দন মিশ্রিত জলে তর্পণ অর্পণ করলে তারা সব থেকে বেশি তৃপ্ত হন এবং আশীর্বাদ বাদ দেন। শাস্ত্র মতে শুধুমাত্র পিতৃহীন পুত্ররাই তর্পনের অধিকারী। পিতা বেঁচে থাকলে তর্পণ করা যায় না। পাশাপাশি মহিলারাও তর্পণ করতে পারেন।

এবছর গুপ্তপ্রেস মতে, ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ওইদিনই মহালয়। ভোর ৫টা ২৫ থেকে বিকেল ৪টা ৩৫ পর্যন্ত তর্পনের পুণ্যতর সময়। সকাল ৭ টা ৪২ থেকে দুপুর ১ টা ১৮ পর্যন্ত পুণ্যতর সময়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ১৬ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। পরের দিন ১৭ ই সেপ্টেম্বর মহালয়া। ঐদিন ভোর ৫ টা থেকে বিকেল ৪ টা ৩০ পর্যন্ত তর্পণ এর সময়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর