করোনা পরিস্থিতিতে মেট্রোয় কি কি নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের, গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র - Bangla Hunt

করোনা পরিস্থিতিতে মেট্রোয় কি কি নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের, গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র

By Bangla Hunt Desk - September 02, 2020

করোনার জেরে চলতি বছরের বেশিরভাগ সময়ই বন্ধ ছিল মেট্রো পরিষেবা। এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক পথে। আনলক-৪ মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৭ই সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হবে মেট্রো পরিষেবা। কিন্তু বর্তমানে কেমন হবে মেট্রো পরিষেবা, কোন কোন বিষয় মেনে চলতে হবে যাত্রীদের, এবার সে বিষয়ে এক গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র।

১. স্টেশনের প্রবেশের আগে প্রত্যেক ব্যক্তিকে স্যানিটাইজার করা হবে এবং থার্মাল স্ক্রীনিং করা হবে। কোন যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাকে মেট্রোতে প্রবেশ করতে দেওয়া হবে না। প্লাটফর্মে বসানো হয়েছে স্যানিটাইজার মেশিন। মেট্রোতে উঠার আগে ফের প্রত্যেকে হাত স্যানিটাইজার করতে হবে।

২. ভিড় এড়াতে আপ ডাউন লাইনে মেট্রো কোনভাবেই যাতে একই স্টেশনে একই সময়ে না ঢোকে তার জন্য সিগন্যাল বিভাগকে নজর রাখতে বলা হয়েছে।

৩. কন্টেনমেন্ট জোনের আওতায় স্টেশন পড়লে সেই স্টেশন বন্ধ রাখতে হবে। কোন স্টেশনে যাত্রী চাপ বেড়ে গেলে, প্রয়োজনে বিশেষ মেট্রো চালানো হতে পারে। কিন্তু কোনোভাবেই ভিড় হতে দেওয়া যাবে না।

৪. প্লাটফর্মে এবং মেট্রোয় যাত্রী সংখ্যার ওপর নজরদারি রাখা হবে সিসি টিভির মাধ্যমে। কন্ট্রোল রুম থেকে দেখা হবে কোন প্লাটফর্মে অতিরিক্ত ভিড় হচ্ছে কিনা। প্রয়োজনে সেই প্ল্যাটফর্মের গেট বন্ধ করে দেওয়া হবে।

৫. যারা ট্রেনে বসবেন তাদের একটি করে সিট ফাঁকা রেখে বসতে হবে। যারা দাঁড়াবেন তাদের ১ মিটার দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে।

৬. যাত্রীদের মোবাইলে অবশ্যই আরোগ্য সেতু অ্যাপ রাখতে হবে।

৭. মেট্রোর প্রত্যেক কর্মীরা যারা প্লাটফর্মে কর্তব্যরত থাকবেন তাদের পিপিআই এবং মাক্স পড়ে কাজ করতে হবে।

৮. শুধু উপসর্গ নেই এমন যাত্রীরাই মেট্রোতে যাতায়াত করতে পারবেন। প্ল্যাটফর্মের প্রবেশ দ্বারে থার্মাল স্ক্রীনিং করা হবে কোন কারণে অসুস্থতা ধরা পরলে তাকে নিয়ে যেতে হবে কোভিড সেন্টারে।

৯ এসি রেকে যতটা যথাসম্ভব বিশুদ্ধ হওয়ার ঢুকতে দিতে হবে। তাই মেট্রো যাত্রা শুরুর আগে এবং শেষে মেট্রোর দরজা খুলে রাখতে হবে দীর্ঘক্ষণ। মেট্রোর ভেতরে তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর