এবার হাইস্পিড ইন্টারনেট পৌঁছে গেল আন্দামান-নিকোবরে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Bangla Hunt

এবার হাইস্পিড ইন্টারনেট পৌঁছে গেল আন্দামান-নিকোবরে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

By Bangla Hunt Desk - August 10, 2020

দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবার বিপ্লব এলেও ভারতের দ্বীপ রাজ্য আন্দামান- নিকোবর এতদিন হাই স্পিড ইন্টারনেট পরিষেবা থেকে ছিল বঞ্চিত। অবশেষে মোদী সরকারের দৌলতে ইন্টারনেটের পরিষেবার সঙ্গে যুক্ত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, ‘‘এই করোনার মতো অতিমারিতেও কাজ করার গতি কমেনি এবং সময়ের আগেই এই কাজ শেষ হয়েছে। দেশবাসীর দায়িত্ব ও কর্তব্য, আন্দামান-নিকোবরের বাসিন্দাদের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করানো। এটা স্বাধীনতার আগে আন্দামানবাসীর জন্য এক উপহার’।

আন্দামান দ্বীপপুঞ্জে বহুদিন থেকেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা তেমনভাবে নেই। তবে বি এস এন এল এর দ্রুতগতির ওয়াইফাই পরিষেবা রয়েছে। কিন্তু তার স্পিড অনেক। এছাড়া, ২জি পরিষেবা আছে। কিন্তু সেটাও খুব কম সময়ের জন্য থাকে। ওই দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন, এই পরিষেবা চালু হলে খরচ অনেক কমবে, তেমন আবার হাই স্পিড ইন্টারনেট পরিষেবাও পাওয়া যাবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর আন্দামানে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২৩০০ কিলোমিটার দূরত্ব ‘সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল’ বা ওএফসি লিঙ্কের মাধ্যমে আন্দামানে পৌঁছে গেলো হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। এদিন যা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশে প্রথম বারের জন্য সমুদ্রের নীচ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে যাওয়া হল। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন ‘আজকের দিনটি শুধুমাত্র আন্দামান নিকোবরে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জন্যই নয়, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ৷’ নরেন্দ্র মোদি আরও বলেন, ‘এই প্রকল্প বড় মাপের ছিল, চ্যালেঞ্জও ঠিক ততটাই কঠিন ছিল৷ এই কারণেই প্রয়োজন থাকা সত্ত্বেও এত বছরে এই কাজ করা সম্ভব হয়নি৷ আজ আমি খুশি যে সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত এই প্রকল্প সম্পন্ন হয়েছে৷’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর