ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা বিশ্ব, লালগ্রহে পাড়ি দিলো নাসার মহাকাশযান 'পারসিভিয়ারেন্স, - Bangla Hunt

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা বিশ্ব, লালগ্রহে পাড়ি দিলো নাসার মহাকাশযান ‘পারসিভিয়ারেন্স,

By Bangla Hunt Desk - July 30, 2020

আবার মঙ্গল অভিযানে নাসার মহাকাশযান। বৃহস্পতিবার, ইতিহাস গড়লো মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। এদিন মঙ্গলের উদ্দেশ্যে উড়ে গেল নাসার মঙ্গলযান ‘পারসিভিয়ারেন্স’।

২০২০ সালে নাসার সবচেয়ে বড় মহাকাশ মিশনের নাম হলো’পারসিভিয়ারেন্স’। এই মহাকাশযানের মাধ্যমেই আগামী দিনে লালগ্রহের রহস্য উন্মোচন করবে নাসা।

২০১২ সালে নাসার পাঠানো ‘মিস কিউরিসিটি’ থেকেও থেকেও উন্নত ও আধুনিক মহাকাশযান এই ‘পারসিভিয়ারেন্স’।

প্রথমে নাসা তরফে ২৭ শে জুলাই দিনটি মঙ্গল অভিযানের জন্য স্থির হয়। কিন্তু পরে তা পিছিয়ে ৩০ শে জুলাই করা হয়। ভারতীয় সময় ৫ টা ২০ মিনিট নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আটলাস ভি-৫৪১ রকেটে চেপে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেয় নাসার মহাকাশযান পারসিভিয়ারেন্স। আটলাস রকেট সিরিজের পঞ্চম বৃহত্তম রকেট এই আটলাস ভি-৫৪১। এই রকেট তৈরি করেছে আমেরিকান কোম্পানি ‘লকহিড মার্টিন’।

নাসার ‘পারসিভিয়ারেন্স’ মহাকাশ যানটি তৈরি করেছে নাসার ‘জেট প্রপালশন লিমিটেড’ বা (জেপিএল)। এই মহাকাশযানটির ওজন প্রায় ১০২৫ কিলোগ্রাম। মঙ্গলের মাটি খুঁড়ে, মাটির নিচ থেকে নমুনা সংগ্রহ করে আনার জন্য মহাকাশযানটি লাগানো হয়েছে ৪৩ টি টিউব।

এই মহাকাশ যানটিতে রয়েছে তিনটি রোবট। মঙ্গলের মাটি থেকে নমুনা কুঁড়িয়ে এনে দেবে তিনটি রোবট।

প্রথম রোবট টিতে লাগানো আছে ‘স্যাম্পেল ক্যাচিং সিস্টেম’। মঙ্গলের মাটি খামছে নমুনা টিউবে ভরার জন্য রোবটে সাত ফুটের দুটি লম্বা রোবটিক হাত থাকবে। নুড়ি, পাথর, মাটি সাবধানে তুলে আনতে থাকবে বিশেষ যান্ত্রিক ব্যবস্থা।

দ্বিতীয় রোবটটি দেখতে উড়ন্ত চাকরির মত। এর নাম দেয়া হয়েছে ‘বিট ক্যারাউজেল’। প্রথম রোবট থেকে নমুনা সংগ্রহ করাই হলো এর কাজ।

তৃতীয় রোবটটিতে আবার ১৬ ফুট লম্বা রোবটিক হাত লাগানো রয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘টি-রেক্স আর্ম’।
এর কাজ, প্রথম রোবটটি যদি যান্ত্রিক কারণে অকেজো হয়ে যায় তাহলে এই রোবটটি কাজ করতে শুরু করবে। মাটি তোলা, নমুনা সংগ্রহ করা, টিউবে তোলা সব কাজেই দক্ষ এই ‘টি-রেক্স আর্ম’।

আগামী দিনে লালগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজবে নাসার এই মহাকাশযান ‘পারসিভিয়ারেন্স’। এছাড়াও মঙ্গল গ্রহে যত্রতত্র চষে বেরিয়ে নমুনা সংগ্রহ করে ও নানা রকম ছবি তুলে নাসার গ্রাউন্ড স্টেশনে তথ্য পাঠাবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর