এবার উত্তরাখণ্ড ও অরুণাচলে থাবা চিনের! পাল্টা সেনা মোতায়েন করল ভারত - Bangla Hunt

এবার উত্তরাখণ্ড ও অরুণাচলে থাবা চিনের! পাল্টা সেনা মোতায়েন করল ভারত

By Bangla Hunt Desk - June 11, 2020

লাদাখ নিয়ে আলোচনার মধ্যেই ফের নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সংখ্যা বৃদ্ধি করছে চিন। ভারত ও চিনের মধ্যে ৪ হাজার কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এবার এই নিয়ন্ত্রণ রেখা বরাবর লাল ফৌজ মোতায়েন করল চিন। তাই ভারতও পাল্টা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশে চিন সীমান্তে সেনার সংখ্যা বৃদ্ধি করছে। অরুণাচল প্রদেশের নামানো হয়েছে সুখই-৩০, ও মিরাজ-২০০০ এর মতন যুদ্ধবিমান।

সূত্রে খবর লাদাখ ছাড়াও ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত জায়গায় সেনা মোতায়েন করছে চিন। চিন সেনার ফরোয়ার্ড পজিশনের পিছনেই রয়েছে সাঁজোয়া গাড়ি, কামান, ভারী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত লাল ফৌজের অতিরিক্ত বাহিনী। তাই এর জবাবে ভারত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সংখ্যা বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশের দায়িত্বে থাকা একটি রিজার্ভ ব্রিগেডকে লাদাখ সেক্টরে পাঠানো হয়েছে। সেইখানে কারুতে মোতায়ন সেনার তিনটি ইনফিনিটি ডিভিশনকে মদত দেবে এই ব্রিগেড।

ইস্টার্ন সেক্টরে চিকেন নেক করিডোর থেকে শুরু করে অরুণাচল পর্যন্ত সুরক্ষার জন্য সীমান্তে মোতায়েন করা হয়েছে ৩৩ কোর, ৪ কোর একটি ব্রিগেডকে। এছাড়াও উত্তরাখণ্ডে চীনা আগ্রাসন ঠেকাতে হারসিল-বারাহোতি-নেলাঙ ভ্যালি সেক্টরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। একই সঙ্গে যুদ্ধ বাধলে চিনা ঘাঁটিতে গুড়িয়ে দিতে সীমান্ত বরাবর বোফর্স কামান এবং আমেরিকার তৈরি হাউৎজার তোপ মোতায়েন করেছে ভারত।

এদিকে ৬ জুন দুই দেশের মেজর জেনারেল স্তরে বৈঠক হওয়ার পর লাদাখের গালওয়ান ভ্যালি থেকে আড়াই কিলোমিটার পিছিয়ে গেছে চিনা সেনা। তাই ভারতে ওই এলাকা থেকে কিছুসংখ্যক সেনাবাহিনী সরিয়ে নিয়েছে। কিন্তু বেজিং এখনও ওই এলাকা থেকে পুরো সেনা সরায়নি। ভারতের দাবি চিন আগে ওই এলাকায় সেনা মোতায়েন করেছে, তাই চিন আগে সেনা সরাক, তারপর ভারত ওই এলাকা থেকে সেনা সরাবে। তাই সরাসরি সংঘাতের রাস্তায় না হেঁটে কূটনৈতিক তথা সামরিক স্তরে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নেওয়ার পক্ষে নয়াদিল্লি ও বেজিং। কিন্তু এই পরিস্থিতে অরুণাচল সহ অন্য এলাকায় চিনা সেনার আগ্রাসী মনোভাব ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর