১৬ জুন থেকে বিধিনিষেধে ছাড় রাজ্যের - Bangla Hunt

১৬ জুন থেকে বিধিনিষেধে ছাড় রাজ্যের

By Bangla Hunt Desk - June 04, 2021

রাজ্যজুড়ে কঠোর বিধিনিষেধ চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। তারপর থেকে ধাপে ধাপে শিথিল করা হবে নিষেধাজ্ঞার গণ্ডি। বৃহস্পতিবার নবান্নে ২৯টি বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সেকথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে খুচরো দোকান, তথ্যপ্রযুক্তি সংস্থা, শপিং মল—কোন কোন ক্ষেত্রে আরোপিত করোনাবিধিতে ছাড় দেওয়া হবে, তার প্রাথমিক ঘোষণাও করেছেন তিনি। তবে প্রতিটি ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম কর্মীদের টিকাকরণ। আর সেই প্রক্রিয়াকে আগামী ১৬ জুনের মধ্যে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। আর তার জন্য বণিকসভাগুলির কাছেই তিনি আবেদন জানিয়েছেন। পাশাপাশি, বাড়ির পরিচারিকা, মন্দিরের পুরোহিত, খাদি-তাঁত শিল্পী, রাইস মিল-আটা মিলের কর্মী, কেবল অপারেটর, টিভি-ফ্রিজ মেকানিক, পর্যটনের সঙ্গে যুক্তদের বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করার কথা ঘোষণা করেছেন মমতা।

আরো পড়ুন- কলকাতায় মিড ডে মিলে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মুল অভিযুক্ত বেপাত্তা

বিভিন্ন সংস্থার কর্মীদের সুষ্ঠুভাবে টিকাকরণের জন্য ১৫টি বণিকসভাকে নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমন পুল বা সাধারণ ব্যবস্থার মাধ্যমে সবাইকে আবেদন জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বণিকসভাগুলি চাইলে রাজ্য সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করে দিতে পারে। কিংবা বণিকসভা যদি মনে করে বেসরকারি জায়গা থেকে টিকা কিনবে, তাও তারা করতে পারেন। শিল্পতালুকগুলিতে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহাকে দায়িত্ব দিয়েছেন অমিতবাবু।

মমতার ঘোষণা, করোনা বিধি মেনে ৫০ শতাংশ কর্মী নিয়ে বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত হোটেল-রেস্তরাঁ খোলা যাবে। খুচরো দোকান খোলা রাখার সময়ও এক ঘণ্টা বাড়ানো হবে। অর্থাৎ, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত খোলা থাকবে দোকানগুলি। সম্ভবত ১৬ তারিখ থেকেই এই ছাড়। এছাড়া ১৫ তারিখের মধ্যে টিকাকরণ সম্পূর্ণ হলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সকাল-বিকেলে পাঁচ ঘণ্টার দু’টি শিফটে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজের কথাও জানিয়েছেন মমতা। বৈঠকে শপিং মলগুলি খোলার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। মমতা জানিয়েছেন, টিকাকরণের পর ২৫ শতাংশ কর্মী শপিং মল খোলার ব্যাপারে ১৫ জুনের পর সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর