Bangla Hunt Digital

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

বাংলাহান্ট ডেক্স: আজ উল্টো রথের দিন খুঁটি পুজোর (Khuti Puja) মধ্যে দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব (Amra Sabai Club) । এবছর ৫১ তম বর্ষে পদার্পণ করল পুজো, পুজোয় থিমের ছোঁয়া থাকলেও প্রতিবারের মতো এবারও প্রতিমায় থাকছে বিশেষ চমক।

প্রতি বছরের মত এ বছরও অভিনবত্ব থিমের আকর্ষন ও দুর্গা প্রতিমা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। এই খুঁটি পূজোয় উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার শর্মিষ্ঠা মজুমদার সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা।

পুজো কমিটির সেক্রেটারি ভোলা মজুমদার জানান, গত কয়েক বছর ধরে থিমের পুজো করছেন। থিমের পুজো দর্শনার্থীদের নজর কাড়ছে। এবারো থিমের পুজো হবে। গ্রাম বাংলার থিম তুলে ধরা হবে পুজোর মধ্যে দিয়ে । প্রতিমায় থাকছে বিশেষ আকর্ষণ।

পুজো কমিটির আরেক উদ্যোক্তা সুজু পালের কথায়, এ বছরে আমাদের পুজোর মূল আকর্ষণ থাকছে দেবী প্রতিমা। আগে আমরা সাধারণ পুজো করতাম। গত কয়েক বছর ধরে পুজোকে আমরা আরও ভালো করার চেষ্টা করছি। কম বাজেটে কিভাবে ভালো পুজো করা যায় সেটাই আমাদের চেষ্টা। আগামীতে দূরদূরান্তের দশনার্থিরা যাতে আরো বেশি করে আমাদের পুজো দেখতে আসেন তারই চেষ্টা চলছে।

পুজো কমিটির ক্যাশিয়ার প্রশান্ত দে জানান , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের কথা মাথায় রেখে এবারের পুজোয় আরও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে৷ থাকছে বৃক্ষ রোপণ কর্মসূচি ও ডেঙ্গু সচেতনতা শিবির এবং বিডিন্ন অনুষ্ঠান ৷