কলকাতা পুরসভায় ভোটগ্রহণ রবিবার, কেমন থাকবে নিরাপত্তা ব্যবস্থা - Bangla Hunt

কলকাতা পুরসভায় ভোটগ্রহণ রবিবার, কেমন থাকবে নিরাপত্তা ব্যবস্থা

By Bangla Hunt Desk - December 18, 2021

কলকাতা পুরসভায় ভোটগ্রহণ রবিবার। ১৪৪টি ওয়ার্ডেই হবে ভোটগ্রহণ। গুরুত্বপূর্ণ এই ভোটে নিরাপত্তা ব্যবস্থার দিকে কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনের। কলকাতা এবং রাজ্য পুলিশ মিলিয়ে মোট ২৩ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন এই নির্বাচনে। তার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীও। এ ছাড়া নেওয়া হয়েছে নানা ব্যবস্থাও।

কলকাতায় মোট ভোটগ্রহণ কেন্দ্র ৪৯৫৯,
এবং স্পর্শকাতর কেন্দ্র ১১৩৯,
নিরাপত্তা বাহিনী মোতায়েন ২৩০০০,
সশস্ত্র বাহিনী মোতায়েন ১১০০০,

কলকাতা পুরসভায় ভোটগ্রহণ রবিবার

বুথ ও তার বাইরে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে?

১. কলকাতা পুলিশের ১৮ হাজার কর্মী থাকবেন,

২. রাজ্য পুলিশের ৫ হাজার কর্মী ও থাকবেন,

৩. থাকবেন ডিসি পদমর্যাদার ১৮ জন আধিকারিক,

৪. ২০০ টি জায়গায় থাকছে পুলিশ পিকেট,

৫. পুলিশ-পিকেটার থাকবেন সার্জেন্ট পদমর্যাদার আধিকারিক,

৬. ৭৮ টি ক্লাস্টার মোবাইল ও কুইক রেসপন্স টিম,

৭. ১ টি কুইক রেসপন্স টিমের থাকবেন ১ জন আধিকারিক এবং ৩ জন পুলিশ কর্মী,

৮. বিশেষ কুইক রেসপন্স টিমের থাকবেন ৪ জন সশস্ত্র পুলিশ কর্মী,

৯. ৩৫ টি স্পর্শকাতর এলাকায় HRFS এবং হেভি রেডি ফ্লাইং টিম থাকবে।

১০. প্রতিটি থানায় দুটি গাড়ি এবং বাইক থাকবে।

ভোটগ্রহণ কেন্দ্রে একটি থেকে সর্বোচ্চ ১০টি বুথ থাকতে পারে। প্রতি স্তরেই কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর এবং ইনস্পেক্টরদের উপর। প্রতি বুথেই সর্বনিম্ন দু’জন থেকে সর্বোচ্চ চার জন সশস্ত্র পুলিশ মোতায়েন। পাশাপাশি সর্বনিম্ন এক জন লাঠিধারী পুলিশ থেকে সর্বোচ্চ ১০ জন লাঠিধারী পুলিশ মোতায়েন বুথে।

তবে এই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট নয় বিজেপি। বিধানসভা ভোটের মতো পুরভোটেও কেন্দ্রীয় বাহিনীর আশা ছাড়েনি তারা। বিষয়টি নিয়ে প্রথমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সেই মামলা হাই কোর্টে পাঠিয়ে দেয় শীর্ষ আদালত। এর পর হাই কোর্টের দু’টি বেঞ্চেই বিজেপি-র কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ হয়ে যায়। যদিও এ নিয়ে ফের সুপ্রিম কোর্টে গিয়েছে বিজেপি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর