Starlink: ভারতে জিও-র থেকেও কম খরচে ইন্টারনেট পরিষেবা চালু করতে চলছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্টারলিংক - Bangla Hunt

Starlink: ভারতে জিও-র থেকেও কম খরচে ইন্টারনেট পরিষেবা চালু করতে চলছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্টারলিংক

By Bangla Hunt Desk - December 14, 2021

খুব শীঘ্রই ভারতে (india) ইন্টারনেট পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে ‘স্টারলিঙ্ক’ (Starlink)। স্টারলিঙ্কের মূল সংস্থা স্পেসএক্স। যার প্রধান বিশ্বের আন্যতম ধনকুবের ইলন মাস্ক। এটি একটি স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সংস্থা। দেশে জিওর থেকেও কম খরচে ইন্টারনেট পরিষেবা চালু করতে চায় ‘স্টারলিঙ্ক’।
রিপোর্ট অনুযায়ী, ভারতের গ্রামীণ এলাকায় কম খরচে ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে Starlink। এমনটা হলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে মুকেশ অম্বানির রিলায়েন্স জিও।

এই প্রসঙ্গে স্টারলিংকের ভারতীয় শাখা জানিয়েছে, “কোন বড়োসড়ো বাধার সম্মুখীন না হলে, 2022 সালের 31 শে জানুয়ারির মধ্যেই আমরা আশা করছি বাণিজ্যিক লাইসেন্স পেয়ে যেতে পারি। আর তা একবার পেয়ে গেলেই, আমরা পরিষেবা প্রদান শুরু করে দেবো। তবে অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা পরিষেবার কাজ শুরু করব না।”

আসলে বর্তমান সময় জিও সহ ভারতীয় টেলিকম সংস্থাগুলি নিজেদের প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। সেই কারণেই এবার বাজারে প্রবেশ করতে চলেছে নতুন প্রতিদ্বন্দ্বী। খুব শীঘ্রই জিওকে টক্কর দিয়ে ভারতীয় বাজারে আরও কম খরচের মধ্যে নতুন ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে স্টারলিংক।

তাড়াতাড়ি আবেদন জানালে আপনার বাড়িতেও হাজির হয়ে যেতে পারে Starlink-এর ইন্টারনেট সার্ভিস। দেখে নিন এখনই Starlink Internet Service প্রি-অর্ডার করবেন কীভাবে?

Starlink কী?

Starlink হল SpaceX-এর স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস। এই মুহূর্তে Starlink-এর বিটা টেস্টিং চলছে। SpaceX-এর লঞ্চ করা কৃত্রিম উপগ্রহের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে Starlink থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

Starlink ইন্টারনেট সার্ভিসের আবেদন জানাবেন কীভাবে?

Starlink ওয়েবসাইটে লগ ইন করে নিজের ইমেল ও ঠিকানা দিয়ে পরিষেবা ব্যবহারের জন্য আবেদন জানানো যাবে।

আপনি কখন Starlink-এর ইন্টারনেট সার্ভিস পাবেন?

কোন এলাকায় আপনি ইন্টারনেট পরিষেবা চান তা জানালে, আপনার কাছে একটি মেসেজের মাধ্যমে কবে পরিষেবা পাওয়া যেতে পারে, সেই বিষয়ে জানাবে SpaceX। দিল্লি ও গুরুগ্রামের বিভিন্ন এলাকার ঠিকানা দেওয়ার পরে SpaceX-এর তরফ থেকে জানানো হয়েছে 2022 সালে সেখানে পরিষেবা শুরু হয়ে যাবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর