Omicron: ভারতে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য IMA-এর - Bangla Hunt

Omicron: ভারতে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য IMA-এর

By Bangla Hunt Desk - December 07, 2021

Omicron নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। করোনার এই ভ্যারিয়্যান্ট ইতিমধ্যেই থাবা বসিয়েছে ভারতে। ডেল্টা (Delta) ভ্যারিয়ান্টের তুলনায় করোনাভাইরাসের এই ওমিক্রন ভ্যারিয়ান্ট অনেক বেশি ভয়ানক এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ওমিক্রনের বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলেছে কপালে। তবে কি এই ভ্যারিয়্যান্টের জন্যই দেশ কোভিডের ‘থার্ড ওয়েভ’-এর সাক্ষী হবে? এবার এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করল দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(IMA)।

দেশে কি দেশে কি আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ?

তবে ওমিক্রনের জন্য যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার বিরুদ্ধে IMA। তবে খুব প্রয়োজন না পড়লে অন্যত্র যাতায়াত করার জন্য সাধারণ মানুষকে নিষেধ করেছে তারা। এছাড়াও পাবলিক ট্রান্সপোর্টে যাতে করোনাসংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা হয়, সেই বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝেই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।

তিনি বলেছেন, ‘নতুন এই প্রজাতির ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে আরও কিছুটা সময় লাগবে। তবে এটুকু বলা যাচ্ছে, এই ভ্যারিয়ান্ট ডেল্টার থেকে কয়েকগুণ বেশি সংক্রামক। একবার করোনা আক্রান্ত হওয়ার পরও থাবা বসাতে পারে এই প্রজাতির ভাইরাস। ক্লিনিক্যাল পরীক্ষায় ধরা পড়েছে, করোনাজয়ীরা ৯০ দিনের মাথায় ফের এই Omicron-এ আক্রান্ত হতে পারেন। একজন ওমিক্রন আক্রান্ত রোগীকে তিন সপ্তাহ পর্যবেক্ষণ করার পর এ সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব হবে।’ তিনি আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকাতে ঝড়ের গতিতে Omicron ছড়িয়ে পড়ছে। রিপোর্ট বলছে, এই স্ট্রেনে সবচেয়ে বেশি সংক্রমণের সম্ভাবনা শিশুদের। কারণ এই মুহূর্তে শিশুদের কোনও টিকা নেই। ফলে তাঁদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা এবং বৎসোয়ানায় উৎপত্তি হয়েছে ওমিক্রন ভ্যারিয়ান্টের। ইউরোপের বিভিন্ন দেশের মানুষের শরীরেও মিলেছে এই বিপজ্জনক ভ্যারিয়ান্টের হদিশ। বলা হচ্ছে, ডেল্টা (Delta) ভ্যারিয়ান্টের তুলনায় করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়ান্ট অনেক বেশি ভয়ানক এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর