ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ সহ মোট ১৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সিপিএমের। - Bangla Hunt

ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ সহ মোট ১৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সিপিএমের।

By Bangla Hunt Desk - August 28, 2020

নদী ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ এবং পরিযায়ী শ্রমিক দের নানা সমস্যা সমাধান সহ মোট ১৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সিপিএমের।

স্থায়ী ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ এবং পরিযায়ী শ্রমিকদের নানা সমস্যা সমাধান সহ মোট ১৬ দফা দাবি নিয়ে বাঙ্গিটোলা অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল সিপিআইএম দল।

আজ বাঙ্গীটোলা অঞ্চলের কয়েকশ সিপিএম কর্মী মূলত সিটু নেতা সইফুদ্দিন আহমেদ ও অচিন্ত্য মিশ্রের নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

মূলত ভাঙ্গন ও বন্যা প্রতিরোধ ছাড়াও পরিযায়ী শ্রমিকদের তালিকা প্রকাশ , তাদের একাউন্টে ১০,০০০ টাকা সহ রেশনের বিভিন্ন দ্রব্য প্রদান, পরিযায়ী শ্রমিকদের সকলকে ১০০ দিনের কাজে অন্তর্ভুক্তি , বিভিন্ন আবাস যোজনার তালিকা প্রকাশ , এলাকার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান , এলাকার ধ্বংস হয়ে যাওয়া জল নিষ্কাশন ব্যবস্থা র প্রচেষ্টা করা , সহ এলাকার বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করা , ও স্থানীয় গরিব পরিযায়ী শ্রমিক দের ১০০ দিনের কাজকে বাড়িয়ে ২০০ দাবি তুলে সিপিএমরা।

সিপিএম নেতা সইফুদ্দিন সেখ জানান , গত 10 বছর ধরে বাংলার উন্নয়নের স্তব্ধ হয়ে আছে। পঞ্চায়েতে যারা সদস্য হয়েছেন তারা শুধু নিজেদের উন্নয়ন করতে ব্যস্ত।এলাকায় নদী ভাঙ্গন, বন্যা পরিযায়ী শ্রমিক ছাড়া ও একাধিক সমস্যা থাকলেও তাদের সেদিকে নজর নাই। তাই আমরা স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করলাম। আমাদের দাবিগুলো পূরণের জন্য আগামী দিনে পঞ্চায়েত প্রধানের যদি কোনরকম পদক্ষেপ না দেখতে পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। ”

সিপিএমের এই কর্মসূচি প্রসঙ্গে বাঙ্গিটোলা অঞ্চলের প্রধান সানতারা খাতুন জানিয়েছেন,” সিপিএমের সমস্ত দাবিদাওয়াগুলো পেয়েছি। তারা যে দাবিগুলো জানিয়েছে সেগুলি একটি প্রধানের পক্ষে করা সম্ভব নয়। এটা প্রশাসনের উপর মহলের চিন্তা ভাবনার বিষয়। তাই ওদের দাবিগুলো ইয়ামি অতি শীঘ্রই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেবো।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর