

বালুরঘাট ১৭ জুলাই ; এক দিনে দক্ষিন দিনাজপুর জেলায় ৮৫ জনের শরীরে করোনা সক্রমনের হদিস মেলায় নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। আজ দুপুরে বালুরঘাট সার্কিট হাউসে অড়িঘড়ি ডাকা এক জরুরি প্রশাসনিক বৈঠকে বসে জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিদের সাথে জেলার স্বাস্থ্য দফতরের বড় ছোট আধিকারিকদের পাশাপাশি জেলার সমস্ত বি এম এইচ ও রাও এই বৈঠকে উপস্থিত ছিল। বৈঠকে জেলার সর্বশেষ করোনা সক্রান্ত বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে পরিস্থিতি খতিয়ে দেখা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জেলা পর্যায়ের এই আলোচনায় বেড়িয়ে আসা নির্যাসে জেলা শাসক নিখিল নির্মল সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন অযথা এই নিয়ে উদ্ববিগ্ন হওয়ার মত এখন ও কিছু নেই। জেলা স্বাস্থ্য দফতর যথেষ্ট দক্ষতার সাথে এই পরিস্থিতিতে কাজ করে চলেছে। তিনি আরও বলেন লকডাউন এর সোসাল বিধি মেনে চলা একান্ত জরুরি, সেটা যাতে সবাই মেনে চলেন সেটা সবার দেখা উচিত।
এদিকে আজকের বৈঠকে যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হলো জেলায় বর্তমানে ৫ টি সেফ হাউস থাকলেও খুব শিঘ্রি বালুরঘাট যুব হোস্টেল কে এই আওতায় আনা হচ্ছে। সেখানে ৮০ টি শয্যার ব্যবস্থ্যা করা হবে। পি ডাবলিউ ডি কে সেখানে বাকি কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখন থেকে গভ; এর হেলথ গাইড অনুযায়ী যারা অল্প সক্রমিত ও নিজেদের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। তাদেরকে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে ডাক্তার চেক আপ করবে পাশাপাশি তাদের জেলা কোভিড কন্ট্রোল রুম থেকে প্রতিদিন ফোন করে তাদের শারিরিক পরিস্থিতির খব নেওয়ার কাজ শুরু করা হবে। এরপাশাপাশি কন্টেইন্মেন্ট জোন বাড়ানো বা কমানোর ব্যাপারটিও সক্রমনের হদিসের তালিকা মিলিয়ে পর্যালোচনা করে ঠিক করা হবে। যদিও জেলায় ১৯ জুলাই অবদ্ধি লকডাউন চলছে কিন্তু পরবর্তি পরিস্থিতি জেলা প্রশাসন খতিয়ে দেখে পরে ব্যবস্থ্যা নেওয়ার হলে নিতে পারে বলে জানা গেছে। এই মুহুর্তে জেলায় কনটেন্টমেন্ট জোনের সংখ্যা ৩০ বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে আজকের এই সভার পর সরকারি ভাবে আজকের করোনা সক্রমনে আক্রান্তের সংখ্যা দুরকম ফিগার বলা হয়। একবার ৮৯ জন জানিয়ে তারপর জানানো হয় ৮৫ জন। কিন্তু গংগারামপুর মহুকুমা হাসপাতালে ট্রুনাট টেস্টের মধ্যমে ৩ জনের পজিটিভ আসায় সংখ্যা হওয়া উচিত ৮৮ জন। তবে যেহেতু সরকারি গাইড ফলোর ব্যাপার থাকতে পারে তাই হয়তো ৮৫ দেখানো হচ্ছে। যদিও আজকের এই জরুরি সভায় জেলায় একজনের মৃত্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা সেটা জানানো হয়নি।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স