রাত পোহালেই রথযাত্রা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুরীর রথযাত্রায় সায় দিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগেই করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় পুরীর রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই রায়কে পুনর্বিবেচনার জন্য আবেদন করে কেন্দ্র সরকার ও উড়িষ্যা সরকার। অবশেষে আজ এই মামলায় রথ যাত্রার পক্ষে সায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন কেন্দ্র-রাজ্য ও মন্দির কমিটির পরিচালনায় মিলিতভাবে এই রথযাত্রা হতে পারে। তবে এর জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন মানতে হবে বলে জানান তিনি।
Supreme Court says, Puri rath yatra will be held with coordination of Temple committee, State and central Govt without compromising with health issue. pic.twitter.com/EECA3dR3fT
— ANI (@ANI) June 22, 2020
আগামী ২৩ শে জুন পুরীতে রথযাত্রা উৎসব হওয়ার কথা। প্রতিবছর এই রথযাত্রা উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো লাখো মানুষের সমাগম হয়। ১০-১২ দিন ধরে চলে এই উৎসব। কিন্তু করোনা আবহে রথযাত্রা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট অবশেষে পুরীর রথযাত্রা উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ওই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় কেন্দ্র এবং উড়িষ্যা সরকার। এদিন সেই মামলাটি শুনতে রাজি হয় দেশের শীর্ষ আদালত। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান বিচারপতির এসএ বোবদের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শোনেন। এরপর প্রধান বিচারপতি এসএ বোবদে সাফ জানিয়ে দেন পুরী ছাড়া আর কোথাও রথযাত্রা হবে না। তবে জনস্বাস্থ নিয়ে কোন আপোষ করা যাবে না। অবশেষে নির্দিষ্ট গাইডলাইন মেনে রথ যাত্রার পক্ষে সায় দেয় সুপ্রিম কোর্ট। এর জন্য মন্দির কমিটিকে সমন্বয়ে রক্ষা করে কাজ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পুরী মন্দিরের তরফেও জানানো হয় রাজ্যের গাইডলাইন মেনেই রথযাত্রা উৎসব পালন করা হবে। এই রথযাত্রা উৎসবকে ঘিরে কোনরকম ব্যাপক জনোসমাগম করা যাবে না। প্রয়োজনে রাজ্য সরকারকে কার্ফিউ নামানোর কথা বলেন শীর্ষ আদালত।
Rath Yatra can be conducted without compromising on citizen's health, with co-operation of state and temple trust: Centre to SC
— Press Trust of India (@PTI_News) June 22, 2020
কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই সুপ্রিমকোর্টকে জানায় যে তারা রথযাত্রা উৎসবের পক্ষে। কেন্দ্রে তরফের সলিসিটর জেনারেল ‘তুষার মেহতা’ আদালতে জানান রথযাত্রা সঙ্গে কোটি কোটি মানুষের বিশ্বাস জড়িয়ে রয়েছে। যদি প্রভু জগন্নাথ আগামীকাল না বেরিয়ে আসতে পারেন তবে প্রথা মেনে আগামী ১২ বছর তিনি আর বেরোতে পারবে না। তিনি এদিন জানান শতাব্দি ধরে চলে আসা এই প্রথা এইভাবে বাধাপ্রাপ্ত হতে পারে না।।
Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?
‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!
Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid
Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June
Former Pakistani Prime Minister Imran Khan Nominated for the Nobel Peace Prize
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো