নেপালে নুনের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা, মাথায় হাত নেপালিদের! - Bangla Hunt

নেপালে নুনের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা, মাথায় হাত নেপালিদের!

By Bangla Hunt Desk - June 19, 2020

দীর্ঘ দিনের বন্ধু ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করে বিপাকে নেপাল। নেপালের সমুদ্রসীমা না থাকায় ভারতের বন্দরের মাধ্যমেই নেপাল বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বানিজ্য করে থাকে। কিন্তু বর্তমানে নেপালের কমিউনিস্ট সরকার চীনের সান্নিধ্যে এসে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করছে। যার ফল ভুগতে হচ্ছে নেপালের সাধারণ জনগণকে। নেপালের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলি ভারত থেকে রপ্তানির পরিমাণ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে তিন-চারগুণ। নুনের দাম বেড়ে দাঁড়িয়েছে নেপালি মুদ্রায় ১০০ টাকা। তাই নেপালের সাধারণ জনগণের বাজার করতে গিয়ে মাথায় হাত।

সরিষার তেল ৮০০ টাকা লিটার বিক্রি হচ্ছে যা আগে ২০০ টাকা লিটার ছিল। জিরা ৪০০ টাকা কেজি থেকে হলো ২০০০ টাকা, গোল মরিচের কেজি ১৬০০ থেকে বেড়ে ৩৫০০ টাকা, হলুদ ২৫০ থেকে বেড়ে ৪০০ , মসুর ডাল ১৫০ জায়গায় এখন ৭০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। তাছাড়া কেরোসিন প্রতি লিটার ৪০০ টাকা। নেপালের সাধারন জনগন এখন বুঝতে পারছে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করলে তাদের ক্ষতি। আর নেপালে কমিউনিস্ট সরকার তাদের স্বার্থ রক্ষায় সাধারণ জনগণকে সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞমহল মনে করছে, নেপালে যে বর্তমান কমিউনিস্ট সরকার , চীনের কাছ থেকে ঋণ নিয়ে নেপালকে চীনের কাছে বিক্রি করে দিচ্ছে। নেপাল সরকারের বর্তমান নীতি ভবিষ্যতে তাদের দেশের জনগণকে সমস্যায় ফেলবে। ভারত থেকে কাঁচামাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের রপ্তানি কমিয়ে দেওয়ায় ধীরে ধীরে বিপাকে পড়ছে নেপালের সাধারণ মানুষ।নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।

কিছুদিন আগেই নেপাল বিতর্কিত সীমান্ত নকশা সংসদে পাস করেছে। যেখানে নেপাল কালাপানি ও নিপুলেক নিজেদের এলাকা বলে দাবি করছে। যা নিয়ে দু’দেশের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। চীনের প্ররোচনায় এসে নেপালের কমিউনিস্ট সরকার দীর্ঘদিনের বন্ধু ভারতের সঙ্গে একের পর এক বিবাদে জড়াচ্ছে।

এই সবের মধ্যেই নেপালের জনগণ বর্তমান কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধ প্রদর্শন করছে। কাঠমান্ডুতে ছাত্ররা সরকারের বিরুদ্ধে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ , সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর