শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baisakhi Banerjee) প্রেম কাহিনি হার মানাবে যে কোনও ফিল্মের চিত্রনাট্যকে। সমাজ, বয়স কোনও কিছুর পরোয়া করেননি তাঁরা। আপতত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকের দেওয়াল বলছে ভূ-স্বর্গ কাশ্মীরে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন এই প্রেমিক যুগল। (ছবি-ফেসবুক)।
আরো পড়ুন- Aliya University: হেনস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পরলেন উপাচার্য! অপমানে আলিয়া ছাড়তে চান তিনি
সোশ্যাল মিডিয়ায় রোজই ঘোরার নানান ছবি পোস্ট করছেন তাঁরা। একটি ছবিতে মেয়ে মেহুলের সঙ্গে বৈশাখী বন্দ্য়োপাধ্যায় (Baisakhi Banerjee) দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে ছিলেন শোভন চট্টোপাধ্য়ায় (Sovan Chatterjee)।
ছবিতে ‘বিশেষ বন্ধু’ বৈশাখীর সঙ্গে বিভিন্ন মধুর মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে প্রাক্তন মেয়রকে।
কখনও সাদা বরফে মাখামাখি করছেন দুজনে, আবার কখনও টিউলিপ গার্ডেনে বসে হাসি মুখে পোজ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঝড়ের গতিতে ভাইরাল কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর প্রেমিকার এই ছবি।
একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রাক্তন মেয়রকে পিছন থেকে জাপটে ধরে রয়েছেন বৈশাখী বন্দ্য়োপাধ্যায় (Baisakhi Banerjee)। চোখে রোদ চশমা, হাসি হাসি মুখে ‘বিশেষ বন্ধু’র দিকে তাকিয়ে শোভন চট্টোপাধ্য়ায় (Sovan Chatterjee)।