Bangla Hunt Digital

পৃথিবীর অন্যতম স্বচ্ছ নদী বাংলাদেশ-ভারত সীমান্তে, অবাক করা রূপ এই নদীর

নদীর নাম উমনগোট। কিন্তু এটি স্থানীয়ভাবে ডাউকি নামে বেশি পরিচিত। বাংলাদেশ-ভারত সীমান্তে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের তকমা পাওয়া মাওলিনং গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নদীটি।

জলের ওপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এমন স্বচ্ছ নদী খুব কমই দেখা যায় পৃথিবীতে। সারা পৃথীবির মধ্যে এই নদীই স্বচ্ছতম। উপরিভাগ থেকে নদীর তলদেশ ঝকঝকে জল। ঠিক যেন স্ফটিক।

সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এমনই একটি নদীর ছবি টুইট করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে একেবারে কাচের মতো স্বচ্ছ নদী। পাথর ও নিচে থাকা জলজ উদ্ভিদগুলো স্পষ্ট দেখা যাচ্ছে।

ছবিটি টুইট করে জলশক্তি মন্ত্রক লিখেছে, ‘এটি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন ও স্বচ্ছ নদীগুলোর মধ্যে একটি। এই নদীর জল এতই পরিষ্কার ও স্বচ্ছ যে নদীতে ভাসা নৌকাটিকে দেখে মনে হচ্ছে যেন শূণ্যে ভাসছে।’

অনেকেই হয়তো এ ছবি দেখেছেন আগে, নদীটিকেও দেখেছেন। ভারতেই রয়েছে সেই নদী। ভ্রমণপিপাসুদের কাছে এই নদীর জনপ্রিয়তাও রয়েছে। নদীটি কোথায় এ প্রশ্ন করলে অনেকে হয়তো তার সঠিক উত্তরও দেবেন। কিন্তু নদীর নাম?

নদীটি মেঘালয়ে। খুব পরিচিতও বটে। শিলং থেকে ১০০ কিলোমিটার দূরে। নদীর নাম উমনগোট। কিন্তু এটি স্থানীয়ভাবে ডাউকি নামে বেশি পরিচিত। বাংলাদেশ-ভারত সীমান্তে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের তকমা পাওয়া মাওলিনং গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নদীটি। কোনও আবর্জনা ফেলা নিষেধ এই নদীতে।

দূষণমুক্ত হওয়ার কারণেই জল এতটা স্বচ্ছ নদীর এমনটাই মত পরিবেশবিদদের। এই নদীর গভীরতা মাত্র ১৫ ফুট। উমনগোট নদী জয়ন্তীয়া এবং খাসি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গিয়েছে। নদীর তলদেশের নুড়ি-পাথরও স্পষ্ট দেখা যায়। কাচের মতো পরিষ্কার এই নদীর জল ও জলের রঙের ছটায় মন্ত্রমুগ্ধ বিশ্ব। মেঘালয়ের নদীর পাশের গ্রামটিও এমনই সুন্দর ও দূষণমুক্ত।

Related Post