আমরা জানি পুরনো জিনিসের দাম অনেকটাই বেশি হয়। সেইজন্যই প্রাচীনকালের সব জিনিসপত্র বহু মূল্যবান হয়। এগুলির দাম অনেক বেশি হয়, এবং সে গুলোকে কড়া নিরাপত্তায় সংরক্ষণ করে রাখা হয়।
অনেক মানুষেরই শখ আছে কিছু পুরনো জিনিস যত্ন করে রেখে দেওয়া,আবার কারো শখ পুরনো জিনিস কিনে এনে নিজের বাড়িকে সাজিয়ে তোলা। সেজন্যই তো সব পুরনো জিনিসপত্রের দাম এত বেশি হয়।
এখন যেমন সেই এক টাকা, দুই টাকার নোটের কথাই ধরা যাক। এখন সেই এক টাকার নোট আর তেমন দেখাই যায় না। শুধু এই এক টাকা নয়, অন্যান্য আরও নোটও এখন বাজারে তেমন দেখা যায় না। এখন এই এক টাকার নোটের পরিবর্তে চলে এসেছে এক টাকার কয়েন। ঠিক তেমনই দুই টাকার নোটের পরিবর্তে চলে এসেছে দুই টাকার কয়েন। এখন প্রায় দেখাই যায় না এসব নোট।
জয়পুরের এমনই এক ব্যক্তি সংরক্ষণ করতো এক টাকার নোট। তিনি একটি বিজ্ঞাপন দিয়ে বলছেন আমার কাছে একটি ১টাকার নোটের দাম ১লক্ষ টাকা ।
তিনি একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছেন তার কাছে ১৯৭১সালের একটি ১ টাকা নোটের মূল্য ১ লাখ টাকা।এখনো পর্যন্ত কেউ তার এই ১ টাকার নোটটি কিনবেন কিনা সেটা তারা অজানা। তবে যার পুরনো নোট সংরক্ষণ করে বা যাদের কাছে এটি একটি নেশা তাদের মধ্যেই কেউ এই এক টাকার নোট ১ লক্ষ টাকা দিয়ে কিনবেন বলে তিনি আশাবাদী।