হনুমানজি বীরের দেবতা। তাই সকলে তাকে বীর হনুমান বলে থাকে। আমাদের ১২টি রাশির মধ্যে ৪টি রাশির ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। এই চারটি রাশির মানুষের ওপর কখনো খুব গুরুতর কোন বিপদ আসে না। আর যদি কখনো খুব বিপদ আসে তা খুব দ্রুত কেটে যায়।
যে চারটি রাশির ওপর হনুমানজির কৃপা থাকে সেগুলো হলো বৃষ কন্যা কর্কট মীন।
এই চারটি রাশির মানুষ হনুমানজির এতটাই প্রিয় যে দুঃখ-কষ্ট এদের ধারে কাছে আসে না। এমনকি এরা জীবনের প্রায় সব সময় বেশ আনন্দে কাটায়।
এই চারটি রাশির মানুষদের সংসার জীবনেও খুব সুখে শান্তিতে কাটে। এদের নিজেদের মধ্যে মিলমিশও খুব ভালো থাকে। এরা পরিবারের একে অপরের প্রতি ভালোবাসা ও স্নেহের সম্পর্কে থাকে চিরকাল।
এই চারটি রাশির মানুষ ব্যবসা-বাণিজ্যেও বিশেষ সাফল্য অর্জন করে। ব্যবসা-বাণিজ্যে এদের বিশেষ উন্নতি হয়। এরা প্রচুর ধন-সম্পদ ও অর্থের মালিক থাকেন। হনুমানজির কৃপা এদের ওপর থাকায় এদের খুব একটা আর্থিক সমস্যা থাকে না বললেই চলে।
এরা সমাজেও প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হয়। সমাজের প্রভাবশালী থাকেন এরা। এছাড়াও সমাজের কাজে সবসময় এগিয়ে থাকেন এরা। হনুমানজির কৃপায় সমাজে বিশেষ সুনাম অর্জন করে এই রাশির মানুষ।
এই চারটি রাশির মানুষ যদি প্রতি মঙ্গল ও শনিবার মন্দিরে গিয়ে শুদ্ধ আচরণে বিশেষ মনোযোগ সহকারে হনুমানজীর পুজো করেন ও হনুমান চালিশা পাঠ করেন তাহলে এদের জীবন আনন্দময় ও সুখকর হয়ে উঠবে। সকল বাধা থেকে মুক্তি পাবেন এবং সর্ব কর্ম সফল হবেন এই রাশির মানুষ।