Bangla Hunt Digital

আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে হনুমানজীর পুজো করুন, আপনার ধনসম্পত্তি ফুলেফেঁপে উঠবে

পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর ধনী, জীবনে প্রচুর টাকা উপার্জন করে ফেলেছেন। আবার এমন অনেক মানুষ আছেন যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন দুবেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য। তারা তাদের আর্থিক উন্নতির জন্য দিনরাত এক করে পরিশ্রম করছেন, কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না। এসবের পেছনে কারণ হলো বাস্তু দোষ।

বাড়ির বাস্তু দোষের জন্যই অনেকেই আর্থিক উন্নতি হয় না। যদি আপনি আপনার বাড়ির বাস্তু দোষ কাটাতে পারেন তাহলেই আপনার আর্থিক উন্নতি সম্ভব। এই বাস্তুদোষ কাটলে আপনার জীবনে অনেক উন্নতি হবে আর তার সঙ্গে আর্থিক উন্নতি হবে। জেনে নিন বাস্তু দোষ কাটানোর উপায়..

১) আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে আপনি আপনার গৃহে মহাবলী হনুমানজির পঞ্চমুখী প্রতিমা অথবা ছবি লাগান। এবং এই প্রতিমা অথবা ছবির দক্ষিণ-পশ্চিমে গাছ লাগান এবং নিয়মিতভাবে এর পূজা করুন। যদি আপনি এই উপায়টি করে থাকেন তবে ধন সম্বন্ধিত সমস্যা থেকে আপনি শীঘ্রই মুক্তি পাবেন।

২) আপনার বাড়িতে যদি ভগবান বাস্তু, ধনকুবের ও মা লক্ষ্মী প্রতিমার না থাকে তাহলে তা বাড়িতে রাখুন, নিয়ম মেনে পুজো করুন। তাহলে আপনার জীবনে আর কোন আর্থিক সমস্যা থাকবে না।

৩) আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে আরো একটি উপায় হল, আপনি ২৫০ গ্রাম কালো তিলের মধ্যে ১৫০ গ্রাম অড়হর ডাল মিলিয়ে বেটে নিন। এই আটা দিয়ে প্রতি মঙ্গলবার একটি প্রদীপ বানান। তাতে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান। আর আপনাকে প্রতি মঙ্গলবার একটি করে প্রদীপ বৃদ্ধি করতে হবে। ১১ টি মঙ্গলবার আপনাকে এভাবে প্রদীপ জ্বালাতে হবে এর ফলে আপনি আর্থিক সব সমস্যা থেকে মুক্তি পাবেন।

৪) আপনার যদি বহু ঋণের সমস্যা থাকে অথবা আপনার ওপর যদি ঋণের বোঝা থাকে। আর শত চেষ্টা করেও আপনি যদি সেই ঋণ থেকে মুক্তি না পান তাহলে প্রতিদিন অল্প চিনি ও আটা পিঁপড়েকে খাওয়ান। যদি এটি করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন।

৫) বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি কলসিতে জল ভরে যদি উত্তর দিকে রেখে আসেন তাহলে আপনার আর্থিক সমস্যা দূর হবে। আপনার কাছে অর্থ আসবে, সাথে আপনার পরিবারের সমস্ত সদস্যদেরও উন্নতি হবে।