Bangla Hunt Digital

কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার

কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলাঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস এবং সিপিএম। এটা একেবারে নিশ্চিত করে দিয়েছেন CPIM এবং Congress নেতারা। আর এই নিয়েই এবার কংগ্রেসকে বিঁধলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। কংগ্রেসের নেতাদের CPIM-র সদস্যপদ নেওয়ার পরামর্শ দিলেন তিনি। এক সময়ে Manik Saha ছিলেন কংগ্রেসে। পরে তিনি যোগ দেন BJP-তে। BJP-র রাজ্য সভাপতিও হন তিনি। গত বছর তাঁকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয়।

আরো পড়ুন- পাকিস্তানে চরম খাদ্য সংকট, মোদিকে পাশে চান পাক প্রধানমন্ত্রী শাহবাজ

এদিকে সেই রাজ্য থেকে শাসক BJP-কে সরাতে সবাইকে জোট বাঁধার ডাক দেয় কংগ্রেস এবং CPIM। তাঁদের দাবি, এই নির্বাচনেই ত্রিপুরা BJP-র অপশাসন থেকে মুক্ত হবে। অন্যদিকে, বাম এবং কংগ্রেসকে বিঁধেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মানিক সাহা বলেন, “আমি আমার রাজনৈতিক জীবনে এই রকম অদ্ভূত জিনিস ত্রিপুরায় দেখিনি। আগে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল CPIM এবং বামেরা। এটা সেখানের অনেক কংগ্রেস নেতাই মেনে নিতে পারেননি। বাংলায় তাঁদের অনেকেই চলে গিয়েছিলেন তৃণমূলে। কারণ তারা CPIM-এর সঙ্গে কোন সমঝোতা করতে চাননি। বাংলার নির্বাচনে একেবারে শূন্য পেয়েছে বাম-কংগ্রেস জোট। আর এখানে তারা একই জিনিস করতে চাইছেন। এখানে কংগ্রেস তো CPIM-র সঙ্গে ঘর করতে শুরু করে দিয়েছে।”

সেই সঙ্গেই তিনি বলেন, “কংগ্রেস আগেও একাধিকবার তাঁদের রাজনৈতিক পরিচয় বদলেছে। এখানে তারা CPIM-র সঙ্গে জোট গড়ে মানুষকে বোকা বানাতে চাইছে। তারা এক কাজ করুন, একটা অশুভ আঁতাত বা জোট করার পরিবর্তে পুরোপুরি মিশে যান CPIM-র সঙ্গে। কংগ্রেসের নেতাদের উচিত CPIM-র সদস্যপদ গ্রহণ করে নেওয়া।” তিনি বলেন, সেই জোটে TIPRA যাবে কী না তা নিয়ে আমার কোন ধারনা নেই। তবে তারা যাই করুন না কেন, এতে BJP-র ভয় পাওয়ার কিছু নেই।

মানিক সাহার দাবি, এবারের নির্বাচনে CPIM এবং Congress দুই দলই হারবে। কারণ, তাঁদের এই অশুভ আঁতাত সেই রাজ্যের মানুষ মেনে নেবেন না। তাঁর দাবি, “কংগ্রেসের অনেক কর্মীই এই জোটে হতাশ। নিচুতলার কংগ্রেস কর্মীরা CPIM ক্যাডারদের হাতে অত্যচারিত হয়েছিলেন। এখন সেই বামেদের হাত ধরেই হাঁটতে চাইছে কংগ্রেস। সেটা মেনে নিতে পারছেন ওই কর্মীরা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের মতে, এটাই CPIM-র শেষ যাত্রা। কংগ্রেস ত্রিপুরার একেবারে ‘পোস্টার’ হয়ে যাবে বলেও দাবি তাঁর।

সেখানের শাসকদলের নেতাদের দাবি, কংগ্রেস এবং সিপিএমের -র এই জোট প্রমাণ করেছে যে তারা BJP-কে ভয় পাচ্ছে। সেখানের কংগ্রেস এবং CPIM-র কোন আদর্শ নেই বলেও দাবি করেছেন তারা। অন্যদিকে ত্রিপুরার তৃণমূলের দাবি, কংগ্রেস এবং বামেদের এই জোটকে ভালোভাবে নেবেন না সেখানের সাধারণ বাসিন্দারা। এর সুফল পাবে তৃণমূল কংগ্রেস।

Related Post