Bangla Hunt Digital

Lulo Rose: আফ্রিকার খনি থেকে মিলল বিরলতম Lulo Rose, যেন স্বপ্ন..

আফ্রিকার খনি থেকে মিলল বিরলতম Lulo Rose

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশাল সাইজের গোলাপি হিরের ছবি। জানা গিয়েছে যে বিগত ৩০০ বছরে এমন হিরে পাওয়া যায়নি। এটাই এখন বিশ্বের সবথেকে বড় হিরে। মাটি খুঁড়ে এমন একটি হিরে দেখতে পেয়ে চমকে ওঠেন সেখানকার শ্রমিকরা। কারণ গোলাপি রঙের সেই হিরে ১৭০ ক্যারাটের। অতিবিরল গোলাপি রঙের বিশাল সাইজের হিরে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

আরো পড়ুন- BSNL: ঢেলে সাজানো হবে বিএসএনএলকে, সংস্থায় ১.৬৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করছে কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গোলাপি রঙের হিরের ছবি শেয়ার করা হয়েছে টুইটারে। @lucapa_lom নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই হিরের ছবি। ১৭০ ক্যারেটের এই হিরে এখন এক বিস্ময় হয়ে হাতে এসেছে। এর নাম রাখা হয়েছে লুলো রোজ (Lulo Rose)। প্রসঙ্গত রোজ তার গোলাপি আভার জন্য, আর লুলো ওই জায়গার নামের কারণে, যেখান থেকে হিরেটি পাওয়া গিয়েছে।

আফ্রিকার অ্যাঙ্গোলার উত্তরপূর্ব অংশে রয়েছে একের পর এক হিরের খনি। যেখানে রয়েছে প্রচুর হিরের সম্ভার। সেখানেই একটি হিরের খনি থেকে হিরে উত্তোলনের দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়ার একটি সংস্থা।

তারাই জানিয়েছে তাদের খনি থেকে একটি গোলাপি হিরে পাওয়া গিয়েছে যা ১৭০ ক্যারেটের। এটাই অদ্যাবধি বিশ্বের সবচেয়ে বড় গোলাপি হিরে।

হিরেটি পাওয়ার পর এই খবর বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। অ্যাঙ্গোলা সরকারও তাদের দেশে এই হিরে পাওয়ার জন্য গর্বিত বলে জানিয়েছে।

এত বড় হিরে, তাও আবার অতিবিরল গোলাপি হিরে, এও সম্ভব। মাটি খুঁড়ে সেটি পাওয়া গিয়েছে, যা দেখে চক্ষু ছানাবড়া সকলের। হিরেটির দাম কত হতে পারে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। কিন্তু, এর দাম যে এক বিশাল অঙ্ক হতে চলেছে তা বলাই বাহুল্য।

Related Post