Bangla Hunt Digital

৩৪১ স্কুলে ১টি মাত্র ক্লাসরুম! মোদির মডেল গুজরাটে শিক্ষার কঙ্কালসার হাল

৩৪১ স্কুলে ১টি মাত্র ক্লাসরুম! মোদির মডেল গুজরাটে শিক্ষার কঙ্কালসার হাল

মোদির মডের গুজরাটের ৩৪১ প্রথমিক স্কুলে ১টি করে মাত্র ক্লাসরুম। আর যে স্কুলগুলিতে একাধিক ক্লাস রুম আছে, তার অধিকাংশের অবস্থাও শোচনীয়। মঙ্গলবার বিধানসভায় এমন তথ্য জানিয়েছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিন্দোর।

গুজরাট বিধানসভায় বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন কংগ্রেস বিধায়ক কিরীট প্যাটেল। তাঁর অভিযোগ, ২০২৩ সালের সূচক অনুযায়ী প্রায় ২৫ শতাংশ পড়ুয়া গুজরাটি পড়তে পারেনা। ৪৭.২০ শতাংশ পড়ুয়া ইংরাজী পড়তে অক্ষম। এমনকি শিক্ষা পরিকাঠামো উন্নয়নে দেশের প্রথম পাঁচ রাজ্যের মধ্যে গুজরাটের নাম নেই।

কিরীট বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় আসার পর শুধুমাত্র প্রচারই হয়েছে। কাজের কাজ কিছু হয়নি। মডেল রাজ্য তৈরি করতে গিয়ে শিক্ষাব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি।”

কংগ্রেস বিধায়কের মন্তব্যের পরই শিক্ষামন্ত্রী কুবের দিন্দোর বলেন, গুজরাটে ৩৪১টি প্রাথমিক স্কুল রয়েছে। এই স্কুলগুলিতে মাত্র ১টি করে ক্লাসরুম রয়েছে। ওই রুমেই সমস্ত ক্লাস হয়।

তিনি আরও বলেন, বিজেপি সরকার চায় গুজরাটকে মডেল হিসেবে গড়ে তুলতে। সেই কারণে ২০২৩-২৪ সালে মিশন স্কুলস অফ এক্সিলেন্স প্রকল্পের অধীনে ১৫ হাজার ক্লাসরুম গড়ে তোলার কাজ চলছে। ৫ হাজারের বেশি কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে এবং আরও ১৫ হাজার এই ধরণের ল্যাব নির্মাণ করা হবে। এখনও পর্যন্ত ৬৫ হাজার ‘স্মার্ট ক্লাসরুম’ তৈরি করা হয়েছে। আরও ৪৩ হাজার ‘স্মার্ট ক্লাসরুম’ নির্মীয়মাণ অবস্থায় রয়েছে।

এছাড়া ২০২২-২৩ সালে স্কুলছুট শিক্ষার্থীর হার ৩৭.২২ শতাংশ থেকে ২.৬৮ শতাংশ কমেছে। সরকার এই শতাংশ আরও কমানোর চেষ্টায় বদ্ধ পরিকর।