Bangla Hunt Digital

রিক্সার ব্যাটারি চুরিকে ঘিরে তাণ্ডব, আটক ৩০

রিক্সার ব্যাটারি চুরিকে ঘিরে তাণ্ডব, আটক ৩০

ই-রিক্সারর ব্যাটারি চুরি যেতেই দুই দুলের মধ্যে সংঘর্ষ বাঁধে। একে অপরকে লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। পুলিশ এই ঘটনায় ৩০ জনকে আটক করেছে। একালে জারি রয়েছে ১৪৪ ধারা।

ই-রিক্সারর ব্যাটারি চুরি, তার জেরেই দুই দলের মধ্যে লেগে গেল সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। শুক্রবার ই-রিক্সারর ব্যাটারি চুরিকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা বাঁধে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের সময় একে অপরকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে।

এই সংঘর্ষের পর শুক্রবার থেকেই ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। দুই দলের প্রায় ৩০ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে রয়েছে।

Related Post