Bangla Hunt Digital

মোদীকে নিয়ে কুমন্তব্য, চটেছে ভারত! মুখে ভাত জুটবে কোথা থেকে? চিন্তায় মলদ্বীপবাসী

মোদীকে নিয়ে কুমন্তব্য, চটেছে ভারত! মুখে ভাত জুটবে কোথা থেকে? চিন্তায় মলদ্বীপবাসী

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কুমন্তব্য করেছিলেন মলদ্বীপের তিন মন্ত্রী! তার জেরে ভারত এবং মালদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছে। বিষয়টিকে মলদ্বীপের নতুন সরকার খুব একটা আমল দিতে না চাইলেও সাধারণ মানুষ কিন্তু উদ্বিগ্ন। ভারতের আচমকা চটে যাওয়ায় মাথায় হাত মলদ্বীপবাসীর। তাঁদের আশঙ্কা, দ্বীপরাষ্ট্রের মূল রোজগারের উৎস পর্যটন শিল্প এ বার মুখ থুবড়ে পড়তে পারে। বেশ কিছু খাবারের জন্য তারা নির্ভরশীল ভারতের উপর। সেই খাবারের জোগান বন্ধ হতে পারে বলেও আশঙ্কা সাধারণ মানুষের।

মলদ্বীপের এই কর্মকাণ্ডে শুধু দেশের বাইরেই নয়, দেশের অন্দরেও তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী নেতাদের দাবি, খাবার থেকে শুরু করে চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরশীল মলদ্বীপ। সেখানেই ভারতের সঙ্গে বিরোধে জড়িয়ে নিজের পায়ে কুড়ুল মেরেছে মলদ্বীপ। পাশাপাশি ভারতীয় পর্যটকরা মলদ্বীপ বয়কটের ডাক দেওয়ায় আয়ের অন্যতম উৎসই ঝুঁকির মুখে পড়েছে।

আরো পড়ুন- মুম্বাইয়ে দেশের দীর্ঘতম সমুদ্রসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গত বছরের পরিসংখ্যান বলছে, মলদ্বীপে সবথেকে বেশি ঘুরতে গিয়েছিলেন ভারতীয় পর্যটকরাই। কিন্তু সম্প্রতিই মলদ্বীপের মন্ত্রীরা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ‘ক্লাউন’ ও ‘ইজরায়েলের হাতের পুতুল’ বলে কটাক্ষ করেছেন। এরপরই মলদ্বীপ বয়কটের ডাক ওঠে। পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে লাক্ষাদ্বীপে যাচ্ছেন। মলদ্বীপের বাসিন্দাদের এখন উদ্বেগ, ভারতের সঙ্গে কূটনৈতিক চাপানউতরের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে। সে ক্ষেত্রে ধাক্কা খেতে পারে খাদ্য আমদানি।

মলদ্বীপের এক আইনজীবী আয়িক আহমেদ ইসা মনে করেন, যে তিন মন্ত্রী ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত ছিল মুইজ্জু সরকারের। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপরই জোর দিয়েছেন তিনি। বিবিসিকে তিনি বলেন, ‘‘তিন মন্ত্রীকে বহিষ্কার করা উচিত ছিল। ভারত এই নিয়ে কী প্রতিক্রিয়া দেয়, তা নিয়ে উদ্বেগে রয়েছি। খাবারের জন্য আমরা ভারতের উপর নির্ভর করি অনেকটাই।’’

ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ মলদ্বীপ। সেখানের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ ২০ হাজার। সেখানেই ভারতের জনসংখ্যা ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটি। খাবার থেকে শুরু করে পরিকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থা- অত্যাবশ্যকীয় জিনিসগুলির মলদ্বীপ পড়শি দেশ ভারতের উপরই নির্ভরশীল। করোনাকালেও মলদ্বীপকে সবার আগে ১ লক্ষ করোনা টিকা দিয়ে সাহায্য করেছিল ভারত। নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু এই উপকার ভুলে গেলেও, মলদ্বীপের বাসিন্দারা তা ভোলেননি। এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরতেই নিজের দেশের সরকারের উপরে ক্ষুব্ধ মলদ্বীপের বাসিন্দারা।

বিরোধী নেতারা যেমন মলদ্বীপের প্রেসিডেন্টের ইস্তফার দাবি তুলেছেন, তেমনই দেশের নাগরিকরাও সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। তাদের কথায়, “সরকার অবিবেচকের মতো কাজ করেছে। ভারত বয়কটের ডাক দেওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু আমরা তার থেকেও বেশি অসন্তুষ্ট ও হতাশ আমাদের সরকারের উপরে।।