Bangla Hunt Digital

মুম্বাইয়ে দেশের দীর্ঘতম সমুদ্রসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মুম্বাইয়ে দেশের দীর্ঘতম সমুদ্রসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলাহান্ট ডেস্কঃ মুম্বাইয়ে দেশের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে— ‘অটলবিহারী বাজপেয়ী সেওয়ারি-নভ সেবা অটল সেতু’। শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ২১.৮ কিলোমিটার লম্বা এই সেতুতে যান চলাচল শুরু হয়ে যাবে বলে খবর। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সমুদ্রসেতু। এই সেতুর ফলে ২ ঘণ্টার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ২০ মিনিটে।

আরো পড়ুন- চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! হাজার হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মমতার মন্ত্রিসভার

সেতুর দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে। বাকি ৫.৫ কিলোমিটার স্থলভাগের উপর দিয়ে প্রসারিত। সমুদ্রের উপর এত দীর্ঘ সেতু এ দেশে আর নেই। সেতুতে রয়েছে ছ’টি লেন। দীর্ঘ এই সেতুটি তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে বড় অংশ ঋণ নেওয়া হয়েছে।

এই সেতুর কারণে এবার মুম্বই থেকে আরও কম সময়ে পুণে, গোয়া, দক্ষিণ ভারতে পৌঁছনো যাবে। এর ফলে পর্যটন শিল্পের আরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। আগে মুম্বই থেকে নভি মুম্বই যেতে সময় লাগত দু’ঘণ্টা। রাস্তায় থাকত তীব্র যানজট। নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ত। দাবি করা হয়েছে, এর পর ২০ মিনিটে মুম্বই থেকে নভি মু্ম্বই পৌঁছনো যাবে।

তবে এই সেতুতে যাতায়াতে বড় অঙ্কের টোলও দিতে হবে। একটি গাড়িকে সেতু দিয়ে এক বার যেতে ২৫০ টাকা টোল দিতে হবে। ওই একই দিনে ফিরতে গেলে আরও কিছুটা বেশি টোল দিতে হবে। মহারাষ্ট্র সরকার এই প্রস্তাব পাশ করেছে।

বুধবার পুলিশ জানিয়েছে, অটল সেতুর উপর চার চাকার গাড়ি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চালানো যাবে। গতিবেগ এর থেকে বেশি বৃদ্ধি করা যাবে না। সেতুতে ওঠা এবং নামার সময় গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার রাখতে হবে। তবে এই সেতুতে মোটরবাইক, অটো বা ট্রাক্টর চলাচল করবে না। গাড়ি, বাস, মিনিবাস, ট্যাক্সি চলবে।