বাজাজ কোম্পানি ২০০৫ সালে চাহিদা কম থাকার জন্য চেতক স্কুটারটির ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেয়। তবে মধ্যবিত্তের কথা মাথায় রেখে সেই চেতককেই আবার নতুন রূপে ফিরিয়ে নিয়ে এলো বাজাজ। ইলেকট্রিক স্কুটার রূপে। এই ইলেকট্রিক স্কুটারটি চলবে ব্যাটারিতে। একবার চার্জ দিলে অনেকটা পথ যাওয়া যাবে স্কুটার।
ভারতের বাজারে বাজাজ এই প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। এবার আসুন জেনে নেয়া যাক স্কুটারটিতে কি কি ফিচারস আছে।
স্কুটারটির দুটি মডেলে লঞ্চ করেছে বাজাজ, একটি প্রিমিয়াম আর অন্যটি আর্বান।
এতে রয়েছে ৭০ হাজার কিলোমিটার এবং ৮ বছরের ওয়ারেন্টি যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারিটি ১০০% চার্জ হতে সময় নেবে ৫ ঘন্টা। স্কুটারটি ইকো মোডে সর্বোচ্চ ৯৫ কিলোমিটার আর স্পোর্টস মোডে ৮৫ কিলোমিটার যেতে সক্ষম। এছাড়াও ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে এলইডি হেডলাইট, ডিজিটাল স্পিডোমিটার, ডিস ব্রেক এর মত ফিচারস।