মালদাঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আবার বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল! প্রায় ২ শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোসাই মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী আরো এক তৃণমূল নেতা সারাফত আলী সহ আরো অন্যান্যরা। এদিন ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতা-নেত্রীরা এবং আগামী দিনে তৃণমূলের হয়েই দল করবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী। তিনি বলেন বিজেপির এখানে এমএলএ এমপি আছে কোন কাজ করে না তাই তারা দিদির কাছে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলের যোগদান করেছেন। বিজেপির সমর্থকরা বলেন আমরা বিজেপি করছিলাম তবে কোন উন্নয়ন দেখতে পাইনি তাই দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে যোগদান করেছি। অন্যদিকে এ বিষয়ে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তৃণমূলের কেউ যায়নি। ওদেরই কর্মীরাই দলে যোগদান করেছে,তারা হাওয়া গরম করার চেষ্টা করছে।
ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের
ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের