Bangla Hunt Digital

ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডন

ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম!

নয়াদিল্লিঃ ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ডনের ভাগ্নে আলি শাহের। সেপ্টেম্বরে ভারতে মোস্ট ওয়ান্ডেড আন্ডারওয়ার্ল্ড ডনের ভাগ্নেকে জেরা করে NIA। সর্বভারতীয় সংবাদ মাধ্যমন সূত্রে খবর, জেরায় আলি শাহ জানিয়েছে, পাকিস্তানেই দ্বিতীয়বার সংসার পেতেছে দাউদ ইব্রাহম (Dawood Ibrahim)। জামাই আদরেই পাকিস্তানের রয়েছে ডন। করাচি থেকেই চলছে তার অন্ধকার সাম্রাজ্যের কারবার। দাউদের বোন হাসিনা পার্কার (Haseena Parkar) ছেলের NIA-কে দেওয়া বয়ানের রেকর্ড হাতে পেয়েছে একটি সর্ব ভারতীয় সংবাদ সংস্থা। ওই রেকর্ড সামনে রেখেই তাঁদের দাবি, পাকিস্তানের এক মহিলাকে এবার বিয়ে করেছে দাউদ ইব্রাহিম। তবে প্রথম পক্ষের স্ত্রী মেহজাবিন শেখের সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয়নি তার। প্রথম স্ত্রী মেহজাবিন বহু সময়ই দুবাইতে থাকে। সেখানেই ভাগ্নে আলি শাহ পার্কারের সঙ্গে দেখা হয় তার।

দাউদের পাকিস্তানি বউ

মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমকে কয়েক দশক ধরে আশ্রয় দিয়ে রেখেছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে বারবার এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। তবে, দাউদের ভাগ্নে আলি শাহ পার্কারের বয়ানে ফের একবার সন্ত্রাসে মদতে পাকিস্তানের বিরুদ্ধে বড় প্রমাণ হাতে এসেছে ভারতের। সূত্রের খবর সেপ্টেম্বরে NIA তদন্তকারীদের জেরায় দাউদের ভাগ্নে জানায়, ২০২২ সালের জুলাইতে দুবাইয়ে দাউদের প্রথম স্ত্রী মেহজাবিন শেখের সঙ্গে দেখা হয় হয় আলি শাহ পার্কারের। তখনই মেহজাবিন তাকে জানায়, এক পাকিস্তানি মহিলাকে ফের বিয়ে করেছএ দাউদ! করাচিতেই নতুন সংসার ডনের। হোয়াটঅ্যাপ কলের মাধ্যমে ভারতে থাকা আত্মীয়দের সঙ্গে মেহজাবিন নিয়মিত যোগাযোগ রাখে বলেও জেরায় জানিয়েছে আলি শাহ পার্কার।

কেন দ্বিতীয় বিয়ে দাউদের

দাউদের প্রথম স্ত্রী মেহজাবিন শেখ ডনের বহু দিনের সঙ্গী। পাকিস্তানের বাইরেও তারা যাতায়াত। ভাগ্নে আলি শাহ পার্কারের দাবি, প্রথম স্ত্রী মেহজাবিনের উপর থেকে তদন্তকারীদের নজর ঘোরাতেই দ্বিতীয় বিয়ে করেছে দাউদ। তবে, ডনের পাকিস্তানি স্ত্রীর সম্পর্কে বিশেষ কোনও তথ্য এখনও সামনে আসেনি। এর আগেও পাকিস্তানের একাধিক প্রভাবশালী পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করেছে দাউদের পরিবার। ক্রিকেটার থেকে পাকিস্তানি সেনা কর্তা, ISI এজেন্টরা এখন সেই সূত্রে দাউদের আত্মীয়। দাউদের মেয়ে মাহরুখ কাসকারের বিয়ে হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলের সঙ্গে। ভাইপো রাজ্জাকের সঙ্গে ISI-এর এক সিনিয়র কর্তার মেয়ের বিয়ে দিয়েছে দাউদ। পাক সেনা বা ISI-কর্তাদের পরিবারে বিয়ে হয়েছে দাউদের পরবর্তী প্রজন্মের অনেকেরই।

আরো পড়ুন- নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০

তদন্তকারীদের একাংশের মতে পাকিস্তানের কাছের লোক হতেই সেই দেশের সঙ্গে বারবার বৈবাহিক সম্পর্ক বাড়াচ্ছে দাউদ আর তার পরিবার। ভাইপো, ভাইজিদের পর এবার সেই তালিকায় নাম খোদ দাউদের। পাকিস্তানকে পাশে পেতে সরাসরি সে দেশের জামাই হয়ে বসেছেন ডন।

Related Post