Bangla Hunt Digital

পূর্ব বর্ধমান জেলার নতুন গ্রামে রাজ্য সরকারের সহযোগিতায় চলছে কাঠপুতুল মেলা!

পূর্ব বর্ধমান জেলার নতুন গ্রামে  ৩ থেকে ৫ ই জানুয়ারি পর্যন্ত চলবে কাঠপুতুল মেলা।  সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা। প্রত্যেক সন্ধ্যায় থাকছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। যেমন লোকগান  বাউল গান, ছৌ নাচ, বনবিবির পালা ও রায়বেঁশ।এই গ্রামের লোকেরা মূলত কাঠের পুতুল তৈরি করে বিক্রি করে। এটাই এখানকার পরিবারদের প্রধান জীবিকা। গ্রামের 45 টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। তারা ঘরে ঘরে বিভিন্ন ধরনের কাঠের পুতুল তৈরি করে, বংশ পরম্পরায় ধরে তারা এই কাজ করে যাচ্ছে । কিন্তু পশ্চিমবঙ্গে বাম সরকারের আমলে  ক্রমশ ধুকছিল এই শিল্প।  এখানকার এক কাষ্ঠ শিল্পী  মাধব ভাস্কর বললেন আগে ছিল না কোন সরকারি সহযোগিতা,  ছিলনা  কোন প্রচার। মেলায় মেলায় ঘুরে কিছু পুতুল বিক্রি করে পেট চালাতাম। আস্তে আস্তে এই শিল্প প্রায় বন্ধই হয়ে যেতে বসেছিল।

কিন্তু এখন রাজ্য সরকার, রাজ্যের এই হস্তশিল্পীদের প্রতি অনেক বেশি যত্নশীল। রাজ্য সরকার  এই হস্তশিল্পীদের উৎসাহ দিতে সব রকম সহযোগিতা করছে।  শুধু গ্রামে না এই শিল্পকে এখন বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। তাদের জন্য তৈরি হয়েছে হাব। এখন এতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি আমাদের রোজগার অনেক বেড়েছে।

এই গ্রাম থেকে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন কাষ্ঠ শিল্পী শম্ভুনাথ ভাস্কর।

এই মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো , বাইরে থেকে প্রচুর মানুষ আসেন এই মেলা দেখতে  শিল্পীদের সঙ্গে কথা বলতে কাঠের পুতুলের মিউজিয়াম দেখতে এবং তাদের জীবনযাত্রা ও কাজের কর্ম পদ্ধতির মান উপভোগ করতে। এই মেলার আয়োজক হল স্বামী জানোকি দাস নতুনগ্রাম উড কার্ভিং আর্টিজানস ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিঃ।

Related Post