Bangla Hunt Digital

পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৮ টি পৌরসভায় সিবিআই হানা

পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৮ টি পৌরসভায় সিবিআই হানা

বাংলাহান্ট ডেস্কঃ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৮ টি পৌরসভায় সিবিআই হানা । বুধবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা থেকে জেলা, পুর ও নগরোয়ন্নয় দফতরের পাশাপাশি রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশিতে সিবিআই আধিকারিকরা। নিউ ব্যারাকপুর, পানিহাটি, টিটাগড়, কাঁচরাপাড়া পুরসভা সহ ১৮টি পুরসভায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।

আরো পড়ুন- Cyclone: ধেয়ে আসছে ‘বিপর্যয়’! সাবধান করল হাওয়া অফিস

সিবিআই সূত্রে খবর, মূলত নথি উদ্ধারের কারণেই এই পুরসভা গুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিন কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে ১০০ জন সিবিআই অফিসারের ১৮টি দল তল্লাশি অভিযান চালানোর জন্য বের হয়। পুরসভা গুলির আধিকারিক সঙ্গেও কথা বলবেন গোয়েন্দারা, সিবিআই সূত্রে এমনটা খবর।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি অয়ন শীলের চুঁচুড়া ও সল্টলেকের বাড়ি-অফিসেও চলছে তল্লাশি। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, হালিশহর, কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, টাকি, বাদুড়িয়া-সহ ১৮টি পুরসভায় হানা দিয়েছে সিবিআই। এছাড়া, নদিয়া জেলার দুটি পুরসভা শান্তিপুর ও কৃষ্ণনগরেও চলছে তল্লাশি।

সিবিআই সূত্রে খবর, ২০১৪ সালের পর থেকে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। মজদুর, ক্লার্ক, ঝাড়ুদার, ড্রাইভার থেকে শুরু করে সব পদেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নিয়ম অনুযায়ী প্রত্যেক পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বোর্ড অব কাউন্সিলরদের মিটিংয়ে প্রস্তাব পেশ করে তা পাশ করা হয়। পাশ হওয়া রেজিলিউশনে কোন কোন কাউন্সিলরের সই রয়েছে, সেই তথ্যও সংগ্রহ করবে সিবিআই।

Related Post