Bangla Hunt Digital

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

বাংলাহান্ট ডেক্সঃ আট বছরের দীর্ঘ বিরতির পর বলিউডে ফিরছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন ছবি ‘আবির গুলাল’-এর ঝলক, যেখানে তিনি বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন। তাঁর প্রত্যাবর্তনের খবরে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও, সমানতালে উঠেছে বিরোধিতার সুর। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) কড়া হুঁশিয়ারি দিয়েছে—এই সিনেমা মহারাষ্ট্রে মুক্তি পেলে আগুন জ্বলবে!

এমএনএস-এর কড়া অবস্থান

এমএনএস দলের মুখপাত্র অমেয় খোপকার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মহারাষ্ট্রে ‘আবির গুলাল’ মুক্তি পেতে দেওয়া হবে না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্মাতাদের ঘোষণার পর আমরা জানতে পেরেছি যে এই সিনেমায় একজন পাকিস্তানি অভিনেতা রয়েছেন। তাই কোনও পরিস্থিতিতেই আমরা মহারাষ্ট্রে এই ছবি মুক্তি পেতে দেব না। আপাতত আমরা আরও তথ্য সংগ্রহ করছি এবং শীঘ্রই এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ বিবৃতি দেব।”

শিবসেনার আপত্তি

শুধু এমএনএস-ই নয়, পাকিস্তানি অভিনেতার বলিউডে প্রত্যাবর্তন নিয়ে আপত্তি তুলেছেন শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম-ও। তিনি পরোক্ষভাবে ফাওয়াদ খানকে কটাক্ষ করে বলেন, “ভারতীয়দের মনে পাকিস্তানের প্রতি প্রবল ঘৃণা রয়েছে। পাকিস্তানি ছবি ভারতীয় দর্শকরা সাধারণত দেখতে চান না। যদিও কৌতূহলবশত কেউ কেউ দেখেন, তবুও পাকিস্তানি শিল্পীরা ভারতে কখনোই বড় সাফল্য পাননি। তাই তাঁদের উচিত নিজেদের সিনে ইন্ডাস্ট্রিতেই মনোযোগ দেওয়া।”

শিবসেনা নেতা আরও বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত এ বিষয়ে স্পষ্ট নিয়ম চালু করা—পাকিস্তানি ছবি ভারতে মুক্তি পাবে কি না এবং সেখানকার শিল্পীরা এখানে কাজের সুযোগ পাবেন কি না, তা সরকারকেই স্থির করতে হবে।

আট বছর পর ফাওয়াদ খানের প্রত্যাবর্তন

ফাওয়াদ খান তাঁর সুদর্শন চেহারা ও অভিনয় দক্ষতার জন্য ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এর আগে তিনি ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সনস’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন। কিন্তু ২০১৬ সালে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের কারণে পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হলে, বলিউড থেকে কার্যত হারিয়ে যান ফাওয়াদ। দীর্ঘ আট বছর পর তিনি আবারও বলিউডের রঙিন দুনিয়ায় পা রাখতে চলেছেন ‘আবির গুলাল’-এর মাধ্যমে।

তবে রাজ ঠাকরের দলের এই হুঁশিয়ারির পর এখন দেখার বিষয়—এই সিনেমা আদৌ মহারাষ্ট্রে মুক্তি পায় কি না, নাকি বিরোধিতার কারণে বাধার মুখে পড়ে!