বাংলাহান্ট ডেস্কঃ ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা (Digha) বরাবরই খুব কাছের একটি জায়গা। সপ্তাহান্তের ছুটি হোক কিংবা একদিনের জন্য ঘুরতে যাওয়ার ঠিকানার খোঁজ পড়লেই বাঙালির পছন্দের তালিকায় প্রথমেই উঠে আসে দীঘার নাম। প্রতিদিন দীঘার সমুদ্র সৈকতে ভিড়ও হয় প্রচুর। এবার সেই সব কথা মাথায় রেখে দীঘাগামী এক্সপ্রেস ট্রেনের কোচ বৃদ্ধি করল রেল।
যাত্রীদের ভিড় সামাল দিতেই রেলের এমন সিদ্ধান্ত। শুধুমাত্র দিঘাগামী নয়, উত্তরবঙ্গগামী আরও একটি এক্সপ্রেস ট্রেনের কোচ বৃদ্ধি করার সিদ্ধান্ত রেলের।
ইতিমধ্যে দুটি ট্রেনে অতিরিক্ত কোচ লাগানো হয়েছে। একদিকে যেমন দিঘা যাত্রীদের সুবিধা হল, পাশাপাশি উত্তরবঙ্গের যাত্রীদের জন্যও অনেকটাই সুবিধা হল।
আরো পড়ুন- মমতাকে লাগাতার নিশানা! অধীরের কারনে তৃণমূল ছাড়ছে INDIA জোট
রেল সূত্রে জানা গিয়েছে, মালদহ টাউন- দীঘা- মালদহ টাউন এক্সপ্রেস ট্রেনের সাধারণ কোচ বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনে একটি অতিরিক্ত সাধারত দ্বিতীয় শ্রেণীর কোচ বৃদ্ধি হচ্ছে।
১৩৪১৮/13418 মালদহ টাউন – দীঘা – মালদহ টাউন এক্সপ্রেসেরে ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত কোচ নিয়ে চলাচল শুরু হবে। অপরদিকে শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসের এসি কোচ বৃদ্ধি করা হচ্ছে।
জানা গিয়েছে এই ট্রেনেরএকটি অতিরিক্ত এসি-৩ টায়ার কোচ এবং একটি এসি ৩-টায়ার কাম এসি-২ টায়ার কোচ বৃদ্ধি করা হয়েছে । ১৩১৪১/ ১৩১৪২ শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসে ৩১ জানুয়ারির থেকে নতুন অতিরিক্ত কোচ লাগানো হবে। রেলের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা।