বাংলা হান্টডেক্সঃ সম্পর্কের ক্ষেত্রে মানুষ সাধারণত দুই রকমের হয়। প্রথম প্রকার নিজেকে সব সময় স্বাধীন ভাবে রাখতে চান। অর্থাৎ জীবনে একা থাকতে বেশি পছন্দ করেন। আর দ্বিতীয় প্রকার হল, যাঁরা সব সময় পাশে একজন সঙ্গীকে খোঁজেন, একা থাকতে একদমই পছন্দ করে না।
জ্যোতিষ শাস্ত্রে প্রেমে পড়ার বিষয়টিতে রাশির গুরুত্ব অপরিসীম। রাশির এই প্রভাবের জন্যই মানুষ দ্রুত প্রেমে পড়ে। প্রেমের বিষয়ে তাঁরা বেশ আবেগপ্রবণও হন।
দ্রুত প্রেমে পড়ে এমন ৪ টি রাশি হল
মেষ রাশি-
এই রাশির জাতক ও জাতিকারা প্রেমের প্রতীক হয়। এরা অত্যান্ত আবেগপ্রবণ হয়। এরা প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড সাহসী হতে পারে। যে কোনও পরিস্থিতি যে কোনও সময়ই প্রেমকে আলিঙ্গন করতে পারে। মেষ রাশি অত্যান্ত রোমান্টিক হয়। এরা প্রেমে পড়ার জন্য সর্বদা তৈরি থাকে।
সিংহ রাশি-
এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত হট হয়। এরা প্রেমকে সর্বদা প্রাধান্য দেয়। প্রেম এদের কাছে আরাধনার মত। এরা রোম্যান্সের ভক্ত। এই রাশির জাতক ও জাতিকারা প্রেমের স্পটলাইটে জ্বলজ্বল করে। এরা আনন্দেই জীবন কাটাতে পারে।
তুলা রাশি-
এই রাশির জাতক ও জাতিকা অত্যান্ত রোমান্টিক প্রকৃতির হয়। এদের প্রেমের ধারনা সাধারণের সঙ্গে মেলে না। এরা প্রেমের সঙ্গে সৌন্দর্যের পুজারী। এরা এমন প্রেমের গল্প তৈরি করতে চায় যেখানে নান্দনিক আনন্দ থাকে। তুলারা সূক্ষ্মতার সঙ্গে প্রেম করে। এরা নেতিবাচক বিষয়গুলিকে তেমনভাবে গুরুত্ব দেয় না।
মীন রাশি-
এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত গভীরতার সঙ্গে প্রেম করতেই পছন্দ করে। এই রাশির জাতক ও জাতিকারা সহানুভূতিশীল ও কোমল প্রকৃতির হয়। প্রেমকে অত্যান্ত গুরুত্ব দেয়। এরা স্বেচ্ছায় রোম্যান্সের মুগ্ধতার কাছে আত্মসমর্পণ করে। মীন রাশি তাদের সঙ্গীদের সঙ্গে একটি দুর্দান্ত সময় তৈরি করে, যেখানে তাদের দুজনের উপস্থিতি থাকে, বাকিরা সকলেই সেখানে ম্লান হয়ে যায়। প্রেম এদের কাছে অনেকটা স্বপ্নের মত।