Bangla Hunt Digital

দেশে ১৫টি আসনও পাবেনা তৃণমূল! কংগ্রেস কত পাবে? তেহট্টের সভা থেকে বললেন মোদী

দেশে ১৫টি আসনও পাবেনা তৃণমূল! কংগ্রেস কত পাবে? তেহট্টের সভা থেকে বললেন মোদী

বাংলাহান্ট ডেক্সঃ লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দিনে তিনটি সভা রয়েছে তাঁর। বর্ধমানে জনসভা শেষ করে কৃষ্ণনগরে পৌঁছন মোদী। তেহট্টের শ্যামনগর ফুটবল মাঠে তাঁর সভা হয়। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মাল সাহার সমর্থনে সভা করেছেন তিনি।

তেহট্টের সভা থেকে মোদী বললেন, সারা দেশে ১৫টা আসনও পাবে না তৃণমূল। সরকার গড়বে কী ভাবে? কংগ্রেস তো এ বার ‘হাফসেঞ্চুরি’ও করতে পারবে না। ৫০-এরও কম আসন পাবে। এরা সরকার কী ভাবে গড়বে? সরকার একমাত্র গড়তে পারে বিজেপি।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘গরিবের রেশনকেও ছাড়েনি তৃণমূল। সর্বত্র দুর্নীতি। তৃণমূল এবং ‘ইন্ডি’ জোটের উপর থেকে মানুষ আস্থা হারিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তেহট্টেই সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রও। তেহট্টের সভা থেকে একাধিক ইস্যুতে মমতা আক্রমণ করেছেন মোদীকে।

Related Post