Bangla Hunt Digital

দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলা! স্বীকৃতি দিল কেন্দ্র

দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা বাংলা! স্বীকৃতি দিল কেন্দ্র

বাংলার মুকুটে নয়া পালক। দেশে বিদ্যুৎ উৎপাদনে সেরা পশ্চিমবঙ্গ বিদ্যুত্‍ উন্নয়ন নিগম। ‘রাজ্যের জন্য খুবই গর্বের বিষয়’, টুইট করলেন মুখ্যমন্ত্রী।

দেশে যতগুলি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা রয়েছে, তার মধ্যে সেরার তকমা পেল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে প্রতি বছরই এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এবার সেই তালিকায় সেরার শিরোপা পেল এল রাজ্যে।

আরো পড়ুন- “বিশ্বের শ্রেষ্ঠ কুটনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণ এবং হনুমানজী”- জয়শঙ্কর! মহাভারত ও বর্তমান সময়ের বিশ্বরাজনীতির মধ্যে মিল

দেশের মধ্যে সেরার তালিকায় রাজ্য বিদ্যুত্‍ উন্নয়ন নিগমের তিনটি তাপবিদ্যুত্‍ কেন্দ্র। তালিকায় শীর্ষে বক্রেশ্বর।

দ্বিতীয় স্থানে পুরুলিয়া সাঁওতালডিহি, আর পঞ্চম স্থানে সাগরদিঘি। কীভাবে? কেন্দ্রীয় বিদ্যুত্‍ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, হাই প্ল্যান্ট লোড ফ্যাক্টরের ক্ষেত্রে এই র‍্যাঙ্কিং করা হয়ে থাকে। তার বিচারেই রাজ্য বিদ্যুত্‍ উন্নয়ন নিগমের তিনটি তাপবিদ্যুত্‍ কেন্দ্র সেরার তালিকায় উঠে এসেছে।

এর আগে, মার্চে সর্বভারতীর স্তরে পুরস্কৃত হয়েছিল রাজ্যের ৪টি ই-গর্ভনেন্স পরিষেবা। সেবার টুইট ওই ৮ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Related Post