Bangla Hunt Digital

ED Raid: সাত সকালে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ইডি

তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ইডি

বাংলাহান্ট ডেস্কঃ সাত সকালে তালা ভেঙে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি। এর আগেও রেশন দুর্নীতিতে শেখ শাহজাহনের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের বিপত্তির মুখে পড়তে হয়েছিল৷

আরো পড়ুন- রাশিয়াতে মৃত্যু উপত্যকা! ডিয়াটলোভ পাস রহস্য

১৯ দিন পর ফের ২৫ টি গাড়ি করে ১২৫ জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাতজন আধিকারিকের দল শেখ শাহজাহনের বাড়িতে সকাল সাতটার মধ্যে পৌঁছে যায়৷ বাড়িতে তালা বন্ধ থাকায় নাম ধরে ডাকাডাকি করা হলেও কেউ গেট খুলছিলেন না৷ সূত্রের খবর পরে একজন নেমে এলেও সে জানায় তাঁর কাছে বাড়ির চাবি নেই৷ পরে চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু। শেখ শাহজাহানের ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন ১৩ জন ইডি অফিসার। পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে৷

Related Post