পৃথিবীতে এমন কিছু ফল রয়েছে যার মূল্য যেমন অপরিসীম তেমনি তার গুণাগুণ রয়েছে অনেক। তেমনি একটি ফলের নাম হল ড্রাগন ফল। এই ফল আগে আমাদের দেশে চাষ হতো না কিন্তু এখন আমাদের দেশে কিছু কিছু জায়গায় এই ফলের চাষ হচ্ছে। মূলত পাহাড়ি অঞ্চলেই এই ফলের চাষ বেশি হয়। এই ফল খেতে যেমন সুস্বাদু তেমন এর গুনাগুণ ও রয়েছে প্রচুর। বর্তমানে আমাদের রাজ্যের একাধিক জায়গায় এই ফলের চাষ হচ্ছে।
এই ফল খেলে একদিকে যেমন ব্লাড সুগার নিয়ন্ত্রিত হয়, তেমনই উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রিত হয়। আবার ক্যান্সার জাতীয় মারাত্মক রোগের প্রতিরোধক হিসেবেও এই ফল খাওয়া হয়।
এই ফলের গাছকে দেখতে অনেকটা ক্যাকটাস জাতীয় গাছের মতো। আর এই ফল কে দেখতে অনেকটা আনারসের মত। এই ফলের ভেতরটা দু রকমের দেখতে হয় কোনটির লাল রংঙের, কোনোটি আবার সাদা রংঙের দেখতে। এখন কলকাতা সহ বিভিন্ন বাজারে এই ফল বিক্রি হতে দেখা যায়। এমনকি কিছু কিছু ডিপার্টমেন্টাল স্টোরেও এই ফল বিক্রি হয়। একটি ফলের মূল্য সাধারণত ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত হয়। এখন আমাদের রাজ্যের অনেক বহু বেকার যুবক এই ফলের চাষ করে লাভোবান হচ্ছেন।
View Comments (1)
How he makes $1,300 per day – http://2dr.eu/TXfqhI