Bangla Hunt Digital

টার্গেট ৩৫, প্লেন রেডি বিজেপির! এবার বাংলায় গেরুয়া ঝড় তুলতে আসরে হেনন্ত

টার্গেট ৩৫, প্লেন রেডি বিজেপির! এবার বাংলায় গেরুয়া ঝড় তুলতে আসরে হেনন্ত

বাংলা হান্টডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন, দিল্লি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশ নিতে চলেছেন পড়শি রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ, শনিবার বিকেলের উড়ানে তিনি দমদম নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সোজা সল্টলেকে বিজেপির দফতরে যাবেন হিমন্ত বিশ্বশর্মা।

অসম-সহ উত্তর পূর্ব ভারতে বিজেপির চাণক্য হিমন্ত বিশ্বশর্মা। একসময় তিনি কংগ্রেসে ছিলেন। তাঁর বিরুদ্ধেও চিটফান্ড নিয়ে অভিযোগ উঠেছিল। কিন্তু তিনি শুধু বিজেপিতে যোগ দিয়েছেন তা নয় উত্তর পূর্বে তিনিই এখন গেরুয়া দলের কাণ্ডারী। লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভাষাগত সমস্যাও এক্ষেত্রে নেই।

উত্তর পূর্ব ভারতে যার হাত ধরে বিজেপি বিস্তার লাভ করেছে এবার তাঁকেই বাংলার রাজনীতিতে কাজে লাগাতে তৎপর দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে আজই কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তো কিছুটা ডেলি প্যাসেঞ্জারির কায়দায় এরাজ্যে আসছেন।

আরো পড়ুন- মকর সংক্রান্তি উৎসব! জেনে নিন এই বছর শাহি স্নানের সময় এবং পূর্ণ স্নানের স্থান

এই কেন্দ্রীয় মন্ত্রীর দফতরে স্মারকলিপি দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। দু’দিন আগেই সাধ্বী নিরঞ্জন বাংলায় এসে দাবি করে গিয়েছেন এরাজ্যে বিজেপি এত আসনে জিতবে কেউ কল্পনা করতে পারবে না। অসম কংগ্রেসের প্রাক্তন এই নেতা ও মন্ত্রী ২০১৫-তে দিল্লিতে অমিত শাহর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন। ২০১৬-তে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা।

খানিকটা হিমন্তের কায়দাতেই বাংলায় মুকুল রায়ের গেরুয়া যোগ হয়। তৃণমূল কংগ্রেসের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে বিজেপি এরাজ্যে দলে নিয়েছিল অসমের বিশ্বশর্মা মডেলকে অনুসরণ করেই। এমনই মনে করে রাজনৈতিক মহল। যার ফল মিলেছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনে।

হিমন্ত ২০২১-এ অসমের মুখ্যমন্ত্রী হন। এবার তিনি বাংলায় বিজেপির সাংগঠনিক বৈঠকে হাজির থাকছেন। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে নানা ক্ষেত্রে ক্ষমতা ভোগ করেছে বিজেপি। সেই সংকট সামলেছেন হিমন্ত বিশ্বশর্মা। সামনের লোকসভা নির্বাচনে এরাজ্যে ৩৫ টি আসনে টার্গেট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই টার্গেট পূরণ করতে ময়দানে নামছেন হিমন্ত।

Related Post